ঢাকা, শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাঙ্গাবালীতে দাখিল পরীক্ষায় অনিয়ম, ১৪ শিক্ষার্থী সাসপেন্ড, ৫ শিক্ষককে জরিমানা
বোয়ালখালীতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক ঐতিহ্যবাহী চড়ক পূজা পরিদর্শন
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পৌর বিএনপির যৌথ সভা
উলিপুরে ব্রীজের পানি প্রবাহের পথ বন্ধ করে দিয়ে মাটি ভরাটের অভিযোগ
পলাশবা‌ড়ি‌তে আন্ডার পাসের দাবী‌তে সমা‌বেশ অনু‌ষ্ঠিত
পিরোজপুরে চোরাই ইজিবাইকসহ আন্তঃজেলা চোর চক্রের সদস্য গ্রেফতার
কালীগঞ্জে স্কুলছাত্রীকে হত্যা,আটক ১
চাপাতি ঠেকিয়ে তরুণীর সোনার চেইন ও ব্যাগ ছিনতাই, ভিডিও ভাইরাল
ট্রেনে পুলিশ সদস্যের অশালীন অঙ্গভঙ্গির ভিডিও ভাইরাল, যা বলল পুলিশ
ব্যারিস্টার সারোয়ারের বক্তব্যে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নিন্দা ও প্রতিবাদ
মুজিবনগর দিবসে আনসার বাহিনীর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ
১৮ হাজার টাকার মধ্যে পানিরোধী স্মার্টফোন সি৭৫এক্স আনল রিয়েলমি
পাঁচবিবি প্রেসক্লাবের সম্পাদক সাংবাদিক আবু হাসান আর নেই
কলাপাড়ায় পরীক্ষা কেন্দ্রে নকলে সহায়তার দায়ে দুই শিক্ষককে অব্যাহতি
কাঁঠালিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

লক্ষ্মীপুরে চোরাই পথে আসছে ভারতীয় চিনি

অবৈধ ভাবে লক্ষ্মীপুরে আসছে ভারতীয় চিনি। বৃহস্পতিবার (৬জুন) ভোর রাতের দিকে জেলা শহরের থানা রোড এলাকায় একটি কার্ভাড ভ্যানে করে আনা চিনি আল-আমিন স্টোর ও হরি নারায়ণ সন্সের গোডাউনে নামানো হয়েছে। ইগলু কোম্পানীসহ দেশি ব্র্যান্ডের বিভিন্ন কোম্পানির মোড়কে বস্তাবন্দি ছিলো চিনির চালান। কয়েকজন ব্যবসায়ীরা জানিয়েছেন এতে জড়িত রয়েছে একটি অসাধু সিন্ডিকেট। এমন কর্মকান্ডে প্রশাসনের নিরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল।

কার্ভাড ভ্যান ড্রাইভার ও ব্যবসায়ী আল-আমিনের কাছে দেখতে চাইলে একটি ট্রান্সপোর্ট চালান ব্যতিত ক্রয়, আমদানি অথবা কোন কোম্পানি থেকে এতো বড়ো চালান এসেছ তার কোন কাগজপত্র দেখাতে পারেননি তারা। তবে চিনি বহনকারী কার্ভাড ভ্যান ড্রাইভার বলেন, নারায়ণগঞ্জ থেকে অন্য ড্রাইভার কুমিল্লা পর্যন্ত এবং কুমিল্লা থেকে তিনি লক্ষ্মীপুরে এসব চিনি নিয়ে এসেছেন। স্থানীয় ব্যবসায়ীরা জানান, সরকারের শুল্ক ও রাজস্ব ফাঁকির মাধ্যমে আনা হচ্ছে এসব চিনি। চোরাই পথে এসব চিনি লক্ষ্মীপুরে ঢুকছে, এগুলো ভারতীয় চিনি। তাঁদের অভিযোগ, থানা ও প্রশাসনকে ‘ম্যানেজ’ করে এসব চোরাকারবারি চালিয়ে যাচ্ছেন আল-আমিন ষ্টোর ও হরি নারায়ন এন্ড সন্সসহ কয়েকটি প্রতিষ্ঠান। সাধারণ ভোক্তা ছাড়াও বিভিন্ন, হোটেল, রেস্টুরেন্ট ও ছোট-বড় বেকারিতে বিক্রি করা হচ্ছে নিম্নমানের এই চিনি।

আল-আমিন স্টোরের মালিক আল-আমিনের কাছে এবিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের ক্যামেরা দেখে পালিয়ে যান তিনি। চিনির বৈধ কাগজপত্রের বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে হরি নারায়ণ সন্সের মালিক শংকর মজুমদার বলেন, বিভিন্ন স্থান থেকে আমাদের মালামাল আসে। এ বিষয়ে পরে কথা বলবো। ঘটনাস্থলে কয়েকজন সাংবাদিক, বণিক সমিতির সিনিয়র সহ-সভাপতি আজিজুর রহমান, ব্যবসায়ী এবং গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় কিছু ব্যবসায়ী নেতা সাংবাদিকদের ম্যানেজ করারও জন্য চেষ্টা করেন। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, পুলিশকে ‘ম্যানেজ’ করার বিষয়ে কিছু জানেন না তিনি।

শেয়ার করুনঃ