ঢাকা, বুধবার, ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
নান্দাইলে নিজের অপকর্ম ডাকতে সাবেক ইউপি চেয়ারম্যানের মানববন্ধন
ঝিকরগাছায় আ’লীগের দুই নেতা কে গ্রেফতার
নোয়াখালীতে অফিস ঢুকে প্রধান শিক্ষককে মারধর
মন্দির সংলগ্ন খাস পুকুর লিজ দেয়া থেকে বিরত রাখতে কলাপাড়ায় মানববন্ধন ও সমাবেশ
নওগাঁয় সাড়ে ৩ কোটি টাকার সেতু, দুই পাশে নেই সংযোগ রাস্তা
বিদ্যালয়ের এডহক কমিটিতে যোগ্য ও শিক্ষানুরাগী ব্যক্তিকে সভাপতি নির্বাচিত করার দাবিতে মানববন্ধন
সাংবাদিক নূরুল হক রনুর মা আবেদা খাতুন আর নেই
লক্ষ্মীপুরের রায়পুরে নিহত জসিম হত্যা মামলায় বিএনপির ১৪ নেতাকর্মী ঢাকা থেকে গ্রেপ্তার
জুয়ার আসর থেকে স্বেচ্ছাসেবক দল ও কৃষকদলের নেতা সহ আটক ৯
শ্যামনগরে এনগেজ প্রকল্পে নারী সদস্যদের স্বামীদের নিয়ে পুরুষ সংবেদনশীল কর্মশালা
বিরামপুরে এক ভুয়া সেনাসদস্য আটক
আত্রাইয়ে টেন্ডার ছাড়া মালামাল বিক্রি করে বিপাকে প্রধান শিক্ষক
জামায়েতে ইসলামীতে যোগদানের জন্য মানুষ প্রস্তুত : জামায়াত নেতা মাও. নুরুল আমিন
প্রাইমএশিয়ার শিক্ষার্থী পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহরাজ গ্রেফতার
খাল-বিল দখল করে রেখে ঘুমানোর দিন শেষ: ডিএনসিসি প্রশাসক

অবরোধে সারাদেশে র‌্যাবের ৩০০ টহল টিম

বিএনপি-জামায়াত ও তাদের সমমনা দলগুলোর দ্বিতীয় দফায় অবরোধের সময় জনগণের জানমাল রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশব্যাপী র‌্যাবের ৩০০ টহল টিম কাজ করছে।

রোববার (৫ নভেম্বর) র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ থেকে বিভিন্ন রাজনৈতিক দল ২ দিনের জন্য দেশব্যাপী অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে। জনজীবন স্বাভাবিক রাখা ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষা করতে র‌্যাব ফোর্সেস নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। দেশব্যাপী নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীতে ৭০টি টহল দলসহ ১৫টি ব্যাটালিয়নের প্রায় ৩০০ টহল দল নিয়োজিত থাকবে।

দেশব্যাপী গোয়েন্দা নজরদারি কার্যক্রম চলমান থাকবে জানিয়ে কমান্ডার মঈন বলেন, কেউ যদি কোনো নাশকতা কিংবা সহিংসতার পরিকল্পনা করে তাকে সঙ্গে সঙ্গে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় র‌্যাবের স্পেশাল টিম ও স্টাইকিং ফোর্স রিজার্ভ রাখা হয়েছে।

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে দুস্কৃতকারী ও সন্ত্রাসীরা নাশকতা ও সহিংসতার মতো ঘটনা ঘটিয়েছে। যারা এ ধরনের নাশকতা ও সহিংসতার সঙ্গে জড়িত ছিল, তাদেরকে সিসি ক্যামেরার ফুটেজ, ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্যাদি বিশ্লেষণ করে শনাক্তপূর্বক আইনের আওতায় নিয়ে আসতে কাজ করছে র‌্যাব।

বিভিন্ন দলের রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে অনলাইনে কেউ কেউ বিভিন্ন উসকানিমূলক তথ্য, মিথ্যা তথ্য বা গুজব ছড়াচ্ছে। বিভিন্ন ধরনের ভিডিও এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। র‌্যাবের সাইবার মনিটরিং টিম দুষ্কৃতকারীদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসতে সার্বক্ষণিক সাইবার জগতে নজরদারি রাখছে বলেও জানান কমান্ডার খন্দকার আল মঈন।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ