ঢাকা, শুক্রবার, ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে বিএনপির ঈদ পুনর্মিলন ও মতবিনিময় সভা 
বঙ্গোপসাগরে ডাকাতের কবলে পড়া ফিশিং ট্রলারসহ ৬৭ জেলেকে উদ্ধার করলো কোস্ট গার্ড
দুই কিলোমিটার ধাওয়া করে ছিনতাইকারীকে ধরলো সেনাবাহিনী
নওগাঁয় পরকীয়ার বলি সন্ধ্যা কে ফিরে পেতে পরিবারের সংবাদ সম্মেলন
বরগুনায় জলবায়ু ন্যায়বিচার দাবিতে তরুণদের ২২ সংগঠনের ধর্মঘট
কালীগঞ্জে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কারে যুবকরা
মেলান্দহে বৈশাখী মেলা শুরুর আগেই গাঁজা বিক্রির হিড়িক
সরাইলে দু’গ্রুপের সংঘর্ষে চির বিদায় নিলেন জসিম উদ্দিন
বিএনপি নেতার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন
রংধনু গ্রুপের হেড অফ মিডিয়া ও নৃত্যপরিচালক সাইফুল আটক
১৮ রোহিঙ্গাসহ ২১ ইয়াবা পাচারকারী আটক
মোহাম্মদপুরে দিনব্যাপী সাড়াশি অভিযান,গ্রেফতার ১৩
বদলে যাচ্ছে পুলিশের লোগো,বাদ পড়ছে নৌকা
মডেল মেঘনা আলমকে অপহরণের অভিযোগ সঠিক নয়,রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করার অপরাধে গ্রেফতার: ডিএমপি
অবশেষে হচ্ছে পুলিশ সপ্তাহ ২০২৫, আয়োজনে কাটছাঁট

অবৈধ দখলদারের কাছে থেকে উদ্ধার করে লিজ গ্রহীতাদের নিকট হস্তান্তর করলো সশস্ত্র বাহিনী র্বোড

দিনাজপুরের ঘোড়াঘাটে বাংলাদেশ সশস্ত্র বাহিনী র্বোডের আওতাধীন
প্রতিরক্ষা কলোনির ১৫ একর জমি অবৈধ দখলদারের কাছে থেকে উদ্ধারকরে লিজ গ্রহীতাদের মাঝে দখল হস্তান্তর করলেন সশস্ত্র বাহিনী র্বোড।।৪ জুন মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় লিজ প্রদানকারী বাংলাদেশ সেনাবাহিনীরজেলা সশস্ত্র র্বোড, রংপুরের এমএফআরও এর র্কমর্কতারা উপস্থিতথেকে লিজ গ্রহীতাদের মাঝে দখল বুঝে দেন।এ সময় লিজ গ্রহীতা মেজর আসাদ উন-নবীর পক্ষে প্রতিনিধি হিসেবেফিরোজ আহম্মেদ, ল্যা. র্কপোরাল (অব.) হাবিল উদ্দিন ও সৈনিক নয়ন মিয়াউপস্থিত ছিলেন। সশস্ত্র বাহিনী র্বোড সূত্রে জানা যায়,ঘোড়াঘাট উপজেলার নূরজাহানপুর প্রতিরক্ষা কলোনীর ৩৫নং প্লটের ৫ একর জমি লিজ মানি পরিশোধ সাপেক্ষে সেনাবাহিনীতে র্কমরত মেজর আসাদ উন-নবীকে একসনা লিজ প্রদান করা হয়।এছাড়াও ৩৭ ও ৩৯ নং প্লটে ১০ একর জমি ল্যা. র্কপোরাল (অব.) হাবিলউদ্দিন ও সৈনিক নয়ন মিয়াকে লিজ প্রদানের র্কাযক্রম প্রক্রিয়াধীন থাকা অবস্থায় প্লটে মৃত আসরার আলম সরকারের ছেলে মৃত সুবেদার ইব্রাহিম সরকার এর ওয়ারিশগণ জমির মালিকানা দাবী করে অবৈধভাবে ভোগ দখল
করে আসছিলেন। মালিকানা দাবী সাপেক্ষে দিনাজপুরের নিম্ন আদালতে একটি মামলা দায়ের করেন। ম্যাজিস্ট্রেট আদালত তাদের মালিকানা অবৈধ বলে ঘোষণা করে মিলিটারি ফ্যামিলি রিহ্যাবিলিটেশন অফিস (এমএফআরও) এর পক্ষে রায় প্রদান করেন। এরপর দাখিলকারীগণ জেলা জজ আদালত এবং
পরর্বতীতে হাইর্কোটে আপিল করলে, সেখানেও তাদের মালিকানা অবৈধ বলে রায় দেন উচ্চ আদালত। এছাড়া চলমান জরিপে র্বণিত প্লট সমূহ ৩১ বিধি মতে এমএফআরও এর নামে রের্কডভুক্ত থাকায় বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে জেলা সশস্ত্র র্বোড, রংপুরের এমএফআরও লিজ গ্রহীতাদের মাঝে লিজ প্রদান করেন।
অবৈধ দখলীয় জমি উদ্ধার বিষয়ে জেলা সশস্ত্র বাহিনী র্বোড, রংপুরের এমএফআরও মেজর মো. ফিরোজ আহমেদ স্বাক্ষরিত এক আবেদন ঘোড়াঘাট থানার ওসি, ইউএনও, অ্যাসিল্যান্ড, পৌর মেয়র ও বাংলাদেশ সশস্ত্র বাহিনী র্বোডের সদর দপ্তরকে অবগতি ও প্রয়োজনীয় র্কাযক্রমের জন্য প্রেরণ করা হয়। এর প্রেক্ষিতে মঙ্গলবার সশস্ত্র বাহিনী র্বোড শান্তির্পূণভাবে লিজ গ্রহীতাদের মাঝে জমির দখল বুঝিয়ে দেন। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, আইনগত ভাবে ভূমি সংক্রান্ত বিষয়ে পুলিশের কোন র্কাযক্রম নেই। সশস্ত্র বাহিনী র্বোডের পক্ষ থেকে আমি সহ অন্যান্য সংশ্লিষ্ট র্কমর্কতাদেরকে চিঠির মাধ্যমে অবগত করা হয়েছে। সেনাবাহিনীর সংশ্লিষ্ট র্কতৃপক্ষ শান্তির্পূণ পরিবেশে লিজ প্রাপ্ত ব্যক্তিদের কাছে দখল বুঝিয়ে দিয়েছেন বলে জানতে পেরেছি।

শেয়ার করুনঃ