
রিপোর্ট মোঃ ইকবাল হোসেন#
ঢাকায় মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন উপলক্ষে
আরাম বাগে আজ(শনিবার) বিকেলে বাংলাদেশ আওয়ামীলীগের
ঢাকা বিভাগীয় মহা-সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি
ছিলেন আওয়ামীলীগের সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী
শেখ হাসিনা। উক্ত মহা সম্মেলন সফল করতে মাদারীপুর জেলা
কালকিনি ডাসার ও রাজৈর উপজেলা থেকে মাদারীপুর-৩ আসনের
সাবেক সফল সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামীলীগের যুগ্ম.সাধারন সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম পন্থী আওয়ামীলীগ ও সহযোগি অঙ্গসংগঠনের ১০সহ নেতাকর্মী অংশগ্রহন করে।
সকালে নেতাকর্মীরা অসংখ্য বাসযোগে গিয়ে ঢাকার জাতীয় ক্রীড়া পরিষদ মাঠে ও আশেপাশের এলাকায় অবস্থান করে। দুপুরের খাবার শেষে তারা আরাম বাগে মহা-সম্মেলনে অংশগ্রহন করে। এসময় ‘ শেখ হাসিনার সরকার-বারবার দরকার’ এবং রাজপথের নাছিম ভাই-আমরা তোমায় ভূলি নাই’ শ্লো-গানে ঢাকার রাজ পথ প্রদক্ষিণ করা হয়। আর এই মিছিল এতটাই দীর্ঘ ছিল যে.মিছিলের পুরো ভিডিও ধারন করার জন্য ক্যামেরা হাতে সাংবাদিকরা ধৈয্যহারা হয়ে পরলেও মিছিল যেন শেষই হচ্ছিল না।
সমাবেশে অংশগ্রহনকারী নেতাকর্মীদের দিক নির্দেশনা ও নেতৃত্ব দিয়ে নিয়ে যায় আ.ফ.ম বাহাউদ্দিন নাছিমের ছোট ভাই মাদারীপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক ও মাদারীপুরের পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ।