
রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এম.পি বলেছেন দেশের উন্নয়নে সকলে যার যার অবস্থান থেকে কাজ করে যেতে হবে। এছাড়াও রাউজানসহ দেশের সুনাম বৃদ্ধিতে সাংবাদিকদের অগ্রনী ভুমিকা রাখতে হবে।
৩ জুন সোমবার সকালে নগরীর পাথরঘাটাস্থ ইকবাল ভিলায় ষষ্ঠ বারেরমত জাতীয় পুরস্কার অর্জনে রাউজান প্রেস ক্লাবের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন এই অর্জন রাউজানবাসির। আমি চাই সারা বাংলাদেশের মধ্যে রাউজানকে একটি আধুনিক, উন্নত ও মডেল উপজেলা হিসেবে দাড় করাইতে, যা ইতিমধ্যে অনেকাংশে এগিয়ে গেছি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কামরুল হাসান বাহাদুর, কার্যনির্বাহী সদস্য ক্রীড়াবিধ সুমন দে, রাউজান প্রেস ক্লাবের আজীবন সদস্য ও সাবেক সভাপতি জাহেদুল আলম, আজীবন সদস্য ও সাবেক সভাপতি তৈয়ব চৌধুরী, রাউজান প্রেস ক্লাবের সভাপতি সরওয়ার উদ্দিন আহমেদ, সিনিয়র সহ সভাপতি নাজিম উদ্দীন মিয়াজি, সহ-সাধারণ জাহানগীর সিরাজ তালুকদার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রবিউল হোসেন রবি, তথ্য ও গবেষণা সম্পাদক মোজাফফর হোসাইন সিকদার, আইন বিষয়ক সম্পাদক এ.কে বাবর, দপ্তর সম্পাদক ইরফাত হোসেন চৌধুরী, সাংবাদিক মিলন বড়ুয়া, জুয়েল বড়ুয়া, সুপন বিশ্বাস, নুর মুহাম্মদ প্রমূখ।