ঢাকা, শুক্রবার, ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
৮ ডাকাতি মামলাসহ ১০টি মামলার আসামী কোরবান গ্রেফতার
লাইসেন্স ছাড়া বীজ বিক্রি করে আসছেন খোকন এগ্রোর মালিক সেলিম লালু
কলাপাড়ায় ইউএনওর অপসারণের দাবিতে মানববন্ধন:- সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড়
প্রাইম এশিয়া ইউনিভার্সিটির পারভেজ হত্যাকাণ্ডে দুই ছাত্রী গ্রেফতার
আমতলীতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন
পবিত্র জুমার দিনের ফজিলত ও বিশেষ আমল সমূহ
মাধবপুরে ১ মন গাজা সহ একজন গ্রেপ্তার
চট্টগ্রাম সরকারি কলেজিয়েট স্কুল ‘ম্যাথ ক্লাব’র আয়োজনে সিএসএমসি ম্যাথহান্ট অনুষ্ঠিত
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
কপিলমুনি মাদ্রাসার দুর্নীতিবাজ অধ্যক্ষের নিপীড়নের প্রতিবাদে শিক্ষক শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল মানববন্ধন
নওগাঁয় ১ হাজার ৭১৯ কেজি খাদ্যবান্ধব কর্মসূচীর চাল জব্দ
পঞ্চগড়ে সরাসরি রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা-জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালায় বক্তব্য রাখছেন তারেক রহমান
শ্যামনগরে ব্যতিক্রমী এক কর্মশালায় পুরুষদের ধারনা নারীদের অগ্রসরে প্রয়োজন পুরুষদের সহযোগিতা
ব্যাটারিচালিত অটোরিকশায় না চড়ার আহবান ডিএনসিসি প্রশাসক এজাজের
কাশ্মীরে সাধারণ মানুষের উপর এহেন হিংস্র পাশবিক ঘৃন্য সন্ত্রাসী হামলার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ

কাঁঠালিয়ায় চেয়ারম্যানের চুরি করা ১৯ বস্তা সরকারি সার ও বীজ জব্দ, চেয়াম্যানসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিঠু সিকদার সহ তিনজনের বিরুদ্ধে ১৯ বস্তা সরকারি সার ও বীজ চুরির ঘটনায় মামলা দায়ের হয়েছে।

বুধবার (৫ জুন) দুপুরে কাঁঠালিয়া থানায় উপজেলা কৃষি অফিসার ইমরান বিন ইসলাম বাদী হয়ে তিন জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলেন, আওরাবুনিয়া ইউনিয়ন যুবলীগ নেতা দীপক কুমার হাওলাদার, চেয়ারম্যান মোঃ মিঠু সিকদার এবং ১ নং ওয়ার্ডের ইউপি সদস মোঃ হেলাল উদ্দিন। বিষয়টি নিশ্চিত করেছেন কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দিন সরকার।

আওরাবুনিয়া ইউনিয়নের দায়িত্বরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মুরাদ হোসেন জানান, “উদ্ধারকৃত মালামাল এপ্রিল মাসে কৃষকদের মাঝে বিতরণকৃত কৃষি প্রণোদনার সার ও বীজ। এ গুলো আমরা কৃষকদের কাছে বিতরণ করেছি। তবে কি ভাবে এখানে এলো এবং পাওয়া গেলো তা আমাদের জানা নেই”।

উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম জানান, “খবর পেয়ে ইউএনও স্যার সহ আমরা ঘটনা স্থানে যাই। আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ ভবনের একটি কক্ষ থেকে ১০ কেজি ওজনের ৬ প্যাকেট ব্রি-৪৮ ধানের বীজ এবং ইউনিয়ন পরিষদ সংলগ্ন সাতানি বাজারের দিপক কুমার হাওলাদারের ভাড়া বাসা থেকে ৫০ কেজি ওজনের সাত বস্তা রাসায়নিক সার ও ৬ প্যাকেট ধানের বীজ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী এগুলো অবৈধ মালামাল হিসেবে জব্দ করা হয়েছে।

এ ব্যাপারে ২নং আসামী আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিঠু সিকদার জানান, “আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এটি নির্বাচনী প্রতিহিংসা মূলক একটি মামলা। এ মামলায় আমি বিজয়ী হবো ইনশাআল্লাহ”।

তিনি আরও জানান ১০ কেজির ৬ প্যাকেট ধানের বীজ একজন চেয়ারম্যান কি কারনে চুরি করবেন? এ ধানের বীজের দামই বা কত? আমি নিরপরাধ, এটা নির্বাচনী ষড়যন্ত্র”।

অপরদিকে ১নং আসামী যুবলীগ নেতা দিপক কুমার হাওলাদার জানান, “আওরাবুনিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ হেলাল উদ্দিন সার ও বীজ আমার কাছে রেখে গেছেন। তখন তিনি আমাকে বলেছেন কয়েকজন কৃষকের এই মালামাল। দুই-তিন দিনের মধ্যে তাদের মাঝে বিতরণ করবো”। এরই মধ্যে এ সংবাদ ইউএনও স্যারকে কে বা কাহারা জানিয়ে দেয় এবং স্যার এসে মালামাল নিয়ে যায়।

৩নং আসামী আওরাবুনিয়া ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ হেলাল উদ্দিনের সাথে যোগাযোগ করতে না পারায় তার মতামত জানতে পারিনি।

উল্লেখ্য যে, ০৪ জুন মঙ্গলবার সন্ধ্যায় আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ ভবনের একটি কক্ষ থেকে ১০ কেজি ওজনের ৬ প্যাকেট ব্রি-৪৮ ধানের বীজ ও আওরাবুনিয়া ইউনিয়নের যুবলীগ নেতা দিপক কুমার হাওলদারের পশ্চিম ছিটকী (সাতানি বাজার) এর ভাড়া বাসা থেকে এমওপি ৫ বস্তা ও ডিএপি ২ বস্তা রাসায়নিক সার এবং ব্রি-৯৮ ধান দুই প্যাকেট, ব্রি-৪৮ ধান চার প্যাকেট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মালামাল থানা হেফাজতে রয়েছে।
কাঁঠালিয়া থানার ওসি মোঃ নাসির উদ্দিন সরকার জানান, তদন্ত পূর্বক আসামীদের গ্রেপ্তার অভিযান অব্যহত রয়েছে।

শেয়ার করুনঃ