
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকা থেকে স্থানান্তর করা হচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহবাগ থানা। ইন্টারকন্টিনেন্টাল হোটেলের উল্টো দিকে সাকুরা বার ও রেস্তোরাঁর পেছনে নতুন করে শাহবাগ থানা স্থাপনের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব মো.মাহবুব হোসেন। তিনি বলেন,সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ (তৃতীয় পর্যায়) (প্রথম সংশোধিত) প্রকল্প এলাকার অভ্যন্তর থেকে শাহবাগ থানা স্থানান্তরের বিষয়টি মন্ত্রিসভার নির্দেশনার জন্য বৈঠকে উপস্থাপন করা হলে মন্ত্রিসভা এ সিদ্ধান্ত দেয়।
থানা সরাতে মন্ত্রিসভায় প্রস্তাব উঠাতে হলো কেন- জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন,‘মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রকল্পটি বাস্তবায়নের জন্য ওই জায়গাটি দরকার। থানা সরানোর প্রস্তাব তারা করেছিল। দুই মন্ত্রণালয় একমত হতে পারছিল না,এজন্য বিষয়টি মন্ত্রিসভায় নেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব জানান,থানার জন্য সাকুরা রেস্তোরাঁর পেছনে রমনা মৌজার ৩২ নম্বর দাগে ৩৯ দশমিক ৭০ শতাংশ জায়গায় নেওয়া হবে।
ডিআই/এসকে