ঢাকা, শনিবার, ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
আমতলীতে হুমকির বিচার চেয়ে থানায় অভিযোগ
ইসরায়েলি পন্য বয়কটের দাবিতে পল্লবী থানা যুবদলের বিক্ষোভ
কালিগঞ্জের লম্পট গৌরপদ মন্ডল গ্রেফতার
বিরামপুরে শ্রমিক দলের ঈদ পুনর্মিলনী
আত্রাইয়ে স্বেচ্ছাসেবক দলের সভাপতির ওপর হামলা গ্রেপ্তার-১
বোয়ালমারীতে গলায় ফাঁস নিয়ে বৃদ্ধের মৃত্যু
ঝালকাঠিতে জলবায়ু যোদ্ধাদের গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক-র‍্যালি
বাকাশিবোর চেয়ারম্যান হওয়ায় শুভেচ্ছাও অভিনন্দন পেয়েছেন প্রকৌশলী রুহুল আমিন
বান্দরবানের কালাঘাটায় বিএনপির অফিস ভাংচুরের প্রতিবাদে-নাইক্ষ্যংছড়িতে বিক্ষোভ
রামপুরায় এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের পর চাঁদা দাবী,উদ্ধারে পুলিশ
রূপসায় ফিলিস্তিনে নৃশংস গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে বিএনপির ঈদ পুনর্মিলন ও মতবিনিময় সভা 
বঙ্গোপসাগরে ডাকাতের কবলে পড়া ফিশিং ট্রলারসহ ৬৭ জেলেকে উদ্ধার করলো কোস্ট গার্ড
দুই কিলোমিটার ধাওয়া করে ছিনতাইকারীকে ধরলো সেনাবাহিনী
নওগাঁয় পরকীয়ার বলি সন্ধ্যা কে ফিরে পেতে পরিবারের সংবাদ সম্মেলন

নড়াইলে প্রাইভেটকারে অগ্নিসংযোগ সহ মারপিটের অভিযোগ

নড়াইল সদর উপজেলার শিংগাশোলপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখের বিরুদ্ধে গোবরা গ্রামের নিউটন গাজীর (৩৮) মালিকাধীন প্রাইভেটকারে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়ার অভিযোগ করেছেন নিউটনের বৃদ্ধ পিতা ও স্ত্রী। গাড়ি পোড়ানোর পাশাপাশি বৃদ্ধ আবুল হোসেন গাজী (৬৮), নাসরিন আক্তার (৩৫), শিশু সাব্বির গাজী (১০) ও ৬মাস বয়সী আরাবকে বেধড়ক মারপিট করে আহত করা হয়েছে। রোববার দিনগত রাত ১২টার পরপর এ ঘটনা ঘটে। গত ২১ মে অনুষ্ঠিত নড়াইল সদর উপজেলা নির্বাচনে আনারস প্রতীকের বিজয়ী প্রার্থী আজিজুর রহমান ভূঁইয়ার পক্ষে নিউটন কাজ করায় গাড়িতে অগ্নিসংযোগসহ এ হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে নিউটনের বৃদ্ধ পিতা আবুল হোসেন গাজী জানান। অভিযোগে জানা যায়, গত ২১ মে অনুষ্ঠিত সদর উপজেলা নির্বাচনে আনারস প্রতীকের বিজয়ী প্রার্থী আজিজুর রহমান ভূঁইয়ার পক্ষে কাজ করেন নিউটন। সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখ কাজ করেন ঘোড়া প্রতীকের প্রার্থী তোফায়েল মাহমুদ তুফানের পক্ষে।এ নির্বাচনকে কেন্দ্র করে দু’জনের মধ্যে মতবিরোধ তুঙ্গে উঠে। নিউটনের স্ত্রী নাসরিন জানান, নির্বাচনের দিন পর্যন্ত নিউটনকে হত্যা, চিরতরে পঙ্গু, চোখ উপড়ে ফেলানোর হুমকি দিয়েছিলেন উজ্জ্বল ও তাঁর অনুসারীরা। নিউটনের স্ত্রী আরও জানান, নির্বাচনের ঘটনা ও পূর্ববিরোধকে কেন্দ্র করে রাত ১২টার পর সাবেক চেয়ারম্যানের নেতৃত্বে তাঁর অনুসারী ৫০-৬০জন লোক আমাদের বাড়ির গ্যারেজে রাখা প্রাইভেট কারে অগ্নিসংযোগ করে ভস্মিভূত করে দেয়।পরে তারা আমাকে, আমার শিশু সন্তান ও বৃদ্ধ শ্বশুরকে লোহার রড দিয়ে বেধড়ক পেটাতে থাকে। এসময় আমার একভরি ওজনের স্বর্ণালংকারসহ নগত টাকা লুটপাট করে নিয়ে যায়। এর আগে নিউটনকে খুঁজতে প্রতিবেশি লিটনের বাড়িতে গিয়ে ওই বাড়িতে হামলা চালিয়ে বাড়ির কলাপসিবল গেট ভাংচুর ও বাড়ির মহিলাদের গালিগালাজ করে উজ্জ্বল ও তাঁর লোকজন। এ অভিযোগ অস্বীকার করে সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখ জানান, আমি এলাকার বাইরে রয়েছি।ঘটনার সঙ্গে আমি ও আমার লোকজন জড়িত নহে। উদ্দেশ্যমূলকভাবে আমার নামে অপপ্রচার চালানো হচ্ছে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।

শেয়ার করুনঃ