ঢাকা, সোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজবাড়ীর সাবেক এমপি কেরামত কাজী গ্রেফতার
পল্লবী থানার বিশেষ অভিযানে ৩০ মামলার আসামিসহ ১২জন গ্রেফতার
গাজায় গণহত্যার প্রতিবাদে পিআরপি’র সকাল-সন্ধ্যা হরতালের ডাক
ঘোড়াঘাটে আদিবাসী উন্নয়ন সংস্থার র্নিবাচনে সভাপতি লুইস :সম্পাদক মাইকেল
সদিচ্ছা থাকলে মানুষের কল্যাণ সম্ভব: চট্টগ্রাম প্রেস ক্লাবে সমাজকল্যাণ সচিব
নড়াইলে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালন
ছোট বোনের সাথে বিয়ের প্রস্তাব, বড় বোনের সাথে প্রেম : অতঃপর রহস্যজনক নিখোঁজ
নলছিটিতে তুচ্ছ ঘটনায় দুই যুবককে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা
ঝালকাঠিতে অস্ত্র মামলায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতির ১৪ বছরের কারাদণ্ড
একই রশিতে গাছ থেকে ঝুলন্ত মা-ছেলের লাশ উদ্ধার
সোনারবাংলা ইয়ুথ ক্লাবে’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
ঈদে আরও জনপ্রিয় হয়ে উঠেছে নওগাঁর শাহাগোলা রেলস্টেশনের ‘মটকা চা’
কুড়িগ্রামে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত
নান্দাইলে যাত্রীদের অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
ইন্দুরকানীতে ঈদের আনন্দে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাজবাড়ীতে ৮৪ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ৩

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থেকে ৮৪ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব।

গ্রেফতারকৃতরা হলেন,মিরাজুল ইসলাম (২৪),আবু সাইদ আব্দুল্লাহ (৪৪) এবং মো.খোকন মিয়া (৪২)।এসময় তাদের নিকট হতে মাদক পরিবহনে ব্যবহৃত ০২টি মোটরসাইকেল ও নগদ ৭৩০ টাকা জব্দ করা হয়।

শুক্রবার দুপুরে বালিয়াকান্দি থেকে তাদের গ্রেফতার করে র‍্যাব-১০ এর একটি দল। একই দিনে ফরিদপুর কোতোয়ালি থানা সদর থানাধীন কাফুরা মুন্সিবাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে সাতাশ লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা মূল্যমানের ৯ হাজার ৩২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আরও তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার সকালে র‌্যাব-১০ এর সিপিসি-৩ এর কোম্পানি অধিনায়ক লে.কমান্ডার কে এম শাইখ আকতার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান,শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে আনুমানিক ২ লাখ ৫২ হাজার টাকা মূল্যমানের ৮৪ বোতল ফেন্সিডিলসহ ০ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে মিরাজুল ইসলাম চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার হাবিবুর রহমানের সন্তান। আবু সাইদ আব্দুল্লাহ ঝিনাইদহের মহেশপুর থানার মতিয়ার রহমানের সন্তান এবং খোকন মিয়া ঝিনাইদহের মহেশপুর থানার মৃত মনির হোসেনের সন্তান।

গ্রেফতারের সময় তাদের নিকট হতে মাদক পরিবহনে ব্যবহৃত ২টি মোটরসাইকেল ও নগদ ৭৩০ টাকা জব্দ করা হয়।

একই দিন রাতে ফরিদপুর জেলার কোতয়ালী সদর থানাধীন কাফুরা মুন্সিবাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ২৭ লাখ ৯৬ হাজার টাকা মূল্যমানের ৯ হাজার ৩২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আরও ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এসময় তাদের নিকট হতে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি মাইক্রোবাস ও নগদ ২৫ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে র‍্যাব জানায়,তারা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা ও ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরের কোতয়ালী ও রাজবাড়ী জেলার বালিয়াকান্দিসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক মাদক মামলা রুজু করতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ