
চেক জালিয়াতির মামলায় পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। তার নাম নাজমুল আহম্মেদ ওরফে সোহাগ (৪৩)। তার নামে পারোয়ানা ছিল। কিন্তু তিনি পলাতক ছিলেন।
বৃহস্পতিবার রাজধানীর বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
শুক্রবার (৩১ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন এটিইউয়ের মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল।
তিনি জানান,সোহাগের বিরুদ্ধে ২০১৭ সালে চেক জালিয়াতির মামলা হয়। সেই মামলায় তার ২০২৩ সালে ছয় মাসের কারাদণ্ড ও দুই লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন আদালত। কিন্তু তিনি পলাতক ছিলেন। গ্রেফতার এড়াতে তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপন করে ছিলেন। অবশেষে তাকে গ্রেফতার করা হয়েছে।
তাকে নরসিংদী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা।
ডিআই/এসকে