
ষষ্ঠ উপজেলা পরিষদের ৩য় ধাপে ২৯ মে২০২৪ তারিখে অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচনে ঘূর্ণিঝড় “রেমাল” এর কারণে ( পটুয়াখালী সদর,মির্জাগঞ্জ ও দুমকী) উপজেলা পরিষদের নির্বাচন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিতের জন্য নির্বাচন কমিশন সিদান্ত প্রদান করেছেন।মোঃ আতিয়ার রহমান উপসচিব নির্বাচন পরিচালনা -২ কর্তৃক স্বাক্ষরিত পত্র সুত্রে এ তথ্য জানা গেছে।