
উত্তরার আসকোনা থেকে পুলিশকে ইউনিফর্ম,জ্যাকেট, ওয়াকি টকি,খেলনা পিস্তল ও অন্যান্য সরঞ্জামসহ এক ভুয়া পুলিশকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃতের নাম মাহমুদুল হাসান মুন্না ওরফে মনসুর (৪৫)। তিনি পুলিশ পরিচয়ে কয়েকজন সহযোগী নিয়ে ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করতেন।
রবিবার ( ২৬ মে ) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১ এর সহকারী পরিচালক (অপস্ এন্ড মিডিয়া অফিসার) মো.মাহফুজুর রহমান।
র্যাব জানায়,গ্রেফতারকৃত মুন্না তার বেশ কয়েকজন সহযোগীসহ পুলিশের পোশাক পরে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ড (ছিনতাই ও ডাকাতি)করে আসছিলো। এ সংক্লান্ত মামলা তার নামে রয়েছে। এর ধারাবাহিকতায় রবিবার দুপুরে উত্তরার দক্ষিণখান থানাধীন নন্দাপাড়া দক্ষিণপাড়া এলাকায় তার অবস্থান নিশ্চিত হয় র্যাব। র্যাবের উপস্থিতি টের পেয়ে মুন্না বাসা হতে পালানোর চেষ্টা করলে তাকে গ্রেফতার করে র্যাব-১ এর একটি আভিযানিক দল।
এ সময় মুন্নার নিকট হতে ২ টি ওয়াকিটকি সেট,১ টি খেলনা পিস্তল,২ টি পুলিশ স্টিক,১৬ টি বিভিন্ন ব্রান্ডের স্মার্ট/ বাটন মোবাইল ফোন,১ টি কালো হাতলের ছুরি, ১ টি কালো রংয়ের রাবার হাতুড়ী,১ টি মোটারসাইকেল, ১ টি হ্যান্ডকাফ কভার,২ সেট পুলিশের পোষাক,২ টি কালো হাতা কাটা জ্যাকেট,১ টি নীল রংয়ের পুলিশ ক্যাপ,৩ টি পিস্তল কভার,১ টি পুলিশ বেল্ট,২ টি চামড়ার মানিব্যাগ,১ টি পুলিশ মনোগ্রামযুক্ত হেলমেট, ১ টি ইলেকট্রিক শক্ট মেশিন,১ টি পেনড্রাইভ এবং ১ টি স্মার্ট ওয়াচ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে র্যাব জানায়,সে পুলিশ সদস্য না হয়েও পুলিশের পোষাক পরিধান করে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ড করে আসছিল।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রীয়াধীন।
ডিআই/এসকে