ঢাকা, শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
নোয়াখালীতে আগুনে পুড়ল ৮ দোকান
ভাটারায় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করা যুবক গ্রেফতার
রাজধানীতে ৬ হাজার ইয়াবাসব ৫ শীর্ষ মাদক কারবারি আটক
গেমিং ও এআই’র নতুন যুগের সূচনা: গিগাবাইটের জিফোর্স আরটিএক্স ৫০৬০ সিরিজ বাজারে
রাঙ্গাবালীতে দাখিল পরীক্ষায় অনিয়ম, ১৪ শিক্ষার্থী সাসপেন্ড, ৫ শিক্ষককে জরিমানা
বোয়ালখালীতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক ঐতিহ্যবাহী চড়ক পূজা পরিদর্শন
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পৌর বিএনপির যৌথ সভা
উলিপুরে ব্রীজের পানি প্রবাহের পথ বন্ধ করে দিয়ে মাটি ভরাটের অভিযোগ
পলাশবা‌ড়ি‌তে আন্ডার পাসের দাবী‌তে সমা‌বেশ অনু‌ষ্ঠিত
পিরোজপুরে চোরাই ইজিবাইকসহ আন্তঃজেলা চোর চক্রের সদস্য গ্রেফতার
কালীগঞ্জে স্কুলছাত্রীকে হত্যা,আটক ১
চাপাতি ঠেকিয়ে তরুণীর সোনার চেইন ও ব্যাগ ছিনতাই, ভিডিও ভাইরাল
ট্রেনে পুলিশ সদস্যের অশালীন অঙ্গভঙ্গির ভিডিও ভাইরাল, যা বলল পুলিশ
ব্যারিস্টার সারোয়ারের বক্তব্যে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নিন্দা ও প্রতিবাদ
মুজিবনগর দিবসে আনসার বাহিনীর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ

স্বরূপকাঠিতে হোটেলের কক্ষ থেকে গার্মেন্টস ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

পিরোজপুরের নেছারাবাদের (স্বরূপকাঠি) একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে মো. ইদ্রিস আলী (৫২) নামের এক গার্মেন্টস ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ইদ্রিস আলী মৃত আব্দুল রউফ হোসেনের ছেলে। উপজেলার মিয়ারহাটে তাঁর দুটি গার্মেন্টসের দোকান রয়েছে।

আজ শুক্রবার (২৪ মে) সকালে নেছারাবাদ (স্বরূপকাঠি) থানা সংলগ্ন হোটেল রিলাক্সের দ্বিতীয় তলার ৩২ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

লাশ উদ্ধারের বিষয় নিশ্চিত করেন নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এইচ এম শাহীন। তিনি বলেন, ‘লাশ উদ্ধার করে থানায় এনে প্রাথমিকভাবে অপমৃত্যুর মামলা দেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ পিরোজপুর ২৫০ শয্যা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ বিষয়ে তদন্ত চলছে।’

হোটেল ম্যানেজার জুয়েল হোসেন জানায়, আজ (শুক্রবার) সকাল আটটার দিকে তাকে একাধিক বার ডাকাডাকির পরেও কোন সারা শব্দ পাইনি। পরবর্তীতে হোটেল কক্ষের দরজায় হালকা ধাক্কা দিতে দরজা খুলে যায়। তখনই তার মৃত্যু দেহ ফ্যানের হুকের সাথে ঝুলতে দেখি। তাৎক্ষণিক পুলিশকে খবর দেই। পুলিশ এসে ফ্যানের হুকের সঙ্গে ঝুলন্ত মৃতদেহটি উদ্ধার করেন।

দোকানের কর্মচারী ও পরিবার সূত্রে জানা গেছে, ইদ্রিস মিয়া গত বুধবার রাতে দোকান থেকে বের হন। পরে গত ২৩ মে রাতে তাঁরা ইদ্রিসের মোবাইল ফোনে একাধিকবার কল দিলে বন্ধ পান।

ইদ্রিসের স্ত্রী মাহমুদা বলেন, ‘গত বুধবার সকালে বোনের বাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন। তারপর দুদিন পর্যন্ত রাতে বাসায় আসেননি। আজ সকালে জানতে পারি থানা সংলগ্ন একটি আবাসিক হোটেল থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।’

ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মেম্বার আতাহার আলী জানান, মৃত্যুর ঘটনা আমি শুনেছি। ইদ্রিস আলীর বাবা কয়েকদিন আগে মারা গিয়েছেন। ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে তার গ্রামের বাড়ি খুব কাছাকাছি। তার ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে নদীর ওপারে রিল্যাক্স হোটেলে কেন দুইদিন যাবত বসবাস করছে সেটা আমার জানা নেই। বিষয়টি দুঃখজনক।

নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার ওসি মো. গোলাম ছরোয়ার বলেন, ব্যবসায়ী নিজের কক্ষেই আত্মহত্যা করেছে বলে প্রাথামিকভাবে বোঝা যাচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তার মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

শেয়ার করুনঃ