ঢাকা, শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
চাপাতি ঠেকিয়ে ছিনতাই:রাজধানীর বিভিন্ন স্থানে ছিনতাই করে চক্রটি,গ্রেফতারকৃত বাদেও পলাতকরা শনাক্ত
নোয়াখালীতে আগুনে পুড়ল ৮ দোকান
ভাটারায় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করা যুবক গ্রেফতার
রাজধানীতে ৬ হাজার ইয়াবাসব ৫ শীর্ষ মাদক কারবারি আটক
গেমিং ও এআই’র নতুন যুগের সূচনা: গিগাবাইটের জিফোর্স আরটিএক্স ৫০৬০ সিরিজ বাজারে
রাঙ্গাবালীতে দাখিল পরীক্ষায় অনিয়ম, ১৪ শিক্ষার্থী সাসপেন্ড, ৫ শিক্ষককে জরিমানা
বোয়ালখালীতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক ঐতিহ্যবাহী চড়ক পূজা পরিদর্শন
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পৌর বিএনপির যৌথ সভা
উলিপুরে ব্রীজের পানি প্রবাহের পথ বন্ধ করে দিয়ে মাটি ভরাটের অভিযোগ
পলাশবা‌ড়ি‌তে আন্ডার পাসের দাবী‌তে সমা‌বেশ অনু‌ষ্ঠিত
পিরোজপুরে চোরাই ইজিবাইকসহ আন্তঃজেলা চোর চক্রের সদস্য গ্রেফতার
কালীগঞ্জে স্কুলছাত্রীকে হত্যা,আটক ১
চাপাতি ঠেকিয়ে তরুণীর সোনার চেইন ও ব্যাগ ছিনতাই, ভিডিও ভাইরাল
ট্রেনে পুলিশ সদস্যের অশালীন অঙ্গভঙ্গির ভিডিও ভাইরাল, যা বলল পুলিশ
ব্যারিস্টার সারোয়ারের বক্তব্যে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নিন্দা ও প্রতিবাদ

পথ ভুলে বাংলাদেশে আসা নেপালি নাগরিককে ফেরত পাঠানো হলো নিজ দেশে

পথ ভুলে ৪০ বছর আগে বাংলাদেশ এসেছেন নেপালি নাগরিক। তখন সিমান্তে ছিলোনা কাঁটাতার। দীর্ঘ সময় থেকে ধরে নিয়েছিলেন পরিবারের কাছে আর ফেরা হবেনা। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের উৎকর্ষতা নিজদেশে পরিবারের কাছে যেতে সহযোগিতা করল যেন নিজ দায়িত্বে।এখন বীর বাহাদুর (৬০) বছরের বৃদ্ধ, যখন এসেছিলেন তখন মাত্র বিশ। বুঝতে পারেননি দুইটি দেশের সীমানা পেরিয়ে এসেছেন অন্য একদেশে।যেখানে নেই তার পরিবার কিংবা আশেপাশে থাকা মানুষগুলোও। তিনি জীবিকা নির্বাহ করতে দশ(১০) বছর বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে পরবর্তী ত্রিশ (৩০) বছর বগুড়া একটি চাতালে কাজ করেছেন। বৃহস্পতিবার (২৩ মে) বিকালে বাংলাবান্ধা চেকপোস্ট দিয়ে তাকে পরিবারের কাছে হস্তান্তর করে তেতুলিয়া উপজেলা প্রশাসন। এসময় তার চোখেমুখে তার দেখা যায় ফিরে পাওয়ার চুড়ান্ত উচ্ছাস। সৃষ্টি হয় একটি আবেগঘন পরিবেশের। পরিবারকে ফেরত পাওয়ার পর এদেশের প্রশাসনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বীর বাহাদুর। এর আগে স্থানীয়দের পোস্ট করা একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বীর বাহাদুরের পরিচয় শনাক্ত হয়। পরিবার ও স্বজনরা যোগাযোগ করলে তার বিরুদ্ধে মামলা কিংবা বিরুপ তথ্য না থাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ গত (১৬ই মে) নেপালি নাগরিককে নিজ দেশে প্রত্যাবর্তনের অনুমতি দেয়। পরে বৃহস্পতিবার বাংলাবান্ধা চেকপোস্ট দিয়ে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করে তেতুলিয়া উপজেলা প্রশাসন। এসময় উপস্থিত ছিলেন, তেতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফজলে রাব্বি, নেপাল দূতাবাসের উপ-রাস্ট্রদূত মিস ললিতা সিলওয়াল, দ্বিতীয় সচিব ইয়োজানা বামজান,সেক্রেটারি অব এম্বাসেডর রিয়া ছেত্রী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল হাসান, বাংলা বান্ধবী ইমিগ্রেশন চেকপোস্টের উপ-পরিদর্শক (এস আই) ও ইনচার্জ অমৃত অধিকারী সহ বাহাদুর রায়ের পরিবারের সদস্যরা। এবিষয়ে ৪০ বছর আগে বাহাদুর রায় পথ ভুলে বাংলাদেশে আসেন, তখন তার কাঁটাতার ছিলনা। তার বিরুদ্ধে মামলা কিংবা বিরুপ তথ্য না থাকায়, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুনঃ