
ফরিদপুর মহানগর ছাত্রদলের কর্মী সম্মেলন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় ফরিদপুর শহরের বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পৌর অডিটোরিয়ামে ফরিদপুর মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মনির হাসান সোহাগ এর সভাপতিত্বে এই সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন ফরিদপুর জেলার জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, প্রধান বক্তা সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, বিশেষ অতিথি সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান, সহ-সভাপতি অনিক খান জিতু, মহানগর শাখার ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাব্বির হোসেন সাদ্দাম, যুগ্ম সাধারণ সম্পাদক রাহাদ হোসেন শেখ,২ নং যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক রশিদ, সরকারি রাজেন্দ্র কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরুখ ফয়সাল নিলয়,সহ প্রমূখ।সভায় বক্তারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কারিকুলাম এর সংশোধন, মানুষের ভোটাধিকার প্রয়োগের অধিকার, অস্থিতিশীল দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ, সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি করেনএবং আগামী দিনের লড়াই সংগ্রাম সকল ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান