
পাননার ঈশ্বরদীতে ৪৬০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেফতার করেছে র্যাব।
পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের মারমি মধ্যেপাড়া গ্রাম থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ১২ বিশেষ অভিযান চালিয়ে বুধবার (১৫ মে) ২০২৪ রাতে মৃত জমিন উদ্দিনের ছেলে মোঃ সোলেমান প্রামানিক (৩৬) নামের একজন মাদক ব্যবসায়ীকে ৪৬০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করেছেন।
র্যাব-১২, সিপিসি-২ এর পাবনা কোম্পানি কমান্ডার মেজর মোঃ এহতেশামুল হক খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন । তিনি জানায়, গ্রেফতারকৃত সোলেমান প্রামানিকের বিরুদ্ধে মাদক আইনে ঈশ্বরদী থানায় মামলা দায়ের সহ জব্দকৃত আলামতসহ থানায় হস্তান্তর করা হয়েছে।