
‘সুখে ভরবে আগামীদিন, পেনশন এখন সর্বজনীন’’ শ্লোগানে গাজীপুরের কালীগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১৬ মে) বিকেলে শহীদ ময়েজউদ্দিন অডিটোরিয়ামে সার্বজনীন পেনশন স্কিম সম্পর্কে অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম ইমাম রাজী টুলুর সভাপতিত্বে ও সহকারী কমিশনার ভূমি নূরী তাসমিন ঊর্মির পরিচালনায় সার্বজনীন পেনশন স্কিম সম্পর্কে অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) মো. ওয়াহিদ হোসন, কালীগঞ্জ পৌর মেয়র এস.এম রবীন হোসেন।সভায় বীর মুক্তিযোদ্ধা, উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, ইমাম মোয়াজ্জিন, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অপর দিকে বিকেল সারে ৪টায় উপজেলা প্রশাসনের আয়োজনে সর্বজনিন জন্ম ও মৃত্যু নিবন্ধন উপজেলা টাস্কফোর্স কমিটির সভা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. ইমাম রাজী টুলু এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থাণীয় সরকার গাজীপুরের উপপরিচালক (উপসচিব) মো. ওয়াহিদ হোসেন।