ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
‘ভাই’ সম্বোধন করায় সাংবাদিককে সাবেক সেনা কর্মকর্তার হুমকি
পিবিআইয়ের তিন পুলিশ সুপারকে রদবদল
পটুয়াখালীতে সড়ক দূর্ঘটনায় আনসার কমান্ডার নিহত
পাঁচবিবিতে আওলাই ইউনিয়ন জামায়াতের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত
আত্রাইয়ের কচুয়া মধ্যপাড়া ইসলামীক সম্মেলন
মিরসরাইয়ে পাঁচ বছরেও উদঘাটন হয়নি গৃহবধূ মুন্নী হ*ত্যার রহস্য , ক্ষুদ্ধ ভুক্তভোগী পরিবার
প্রয়োজনীয় সংস্কার করে যথা সম্ভব দ্রুত নির্বাচন দিতে হবে :অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
কালিগঞ্জের বিষ্ণুপুরে কৃষকদলের উদ্যোগে ঈদ পুনর্মিলন ও সাংস্কৃতি সন্ধ্যা 
নওগাঁয় মাটিবাহি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু
ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের ঈদ পূর্ণমিলনী
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা

নির্বাচনের ৬ দিন আগে সালথায় প্রতীক বরাদ্দ পেলেন ২ চেয়ারম্যান প্রার্থী

নির্বাচনের ৬ দিন আগে সালথায় প্রতীক বরাদ্দ পেলেন ২ চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ওয়াদুদ মাতুব্বর ও মোহাম্মদ ওয়াহিদুজ্জামান ফরিদপুর: ফরিদপুরের সালথা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুই প্রার্থীকে নির্বাচনের মাত্র ছয়দিন আগে প্রতীক বরাদ্দ দিয়েছেন ।

যাচাই-বাছাইয়ে বাতিল হওয়া বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ ওয়াদুদ মাতুব্বরের মনোনয়নপত্র হাইকোর্টের আপিল বিভাগ বৈধ ঘোষণার পর আদালতের আদেশের কপি রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছালে বুধবার (১৫ মে) বিকেলে তাকে চাহিদা অনুযায়ী আনারস প্রতীক দেওয়া হয়।

এই উপজেলায় অপর চেয়ারম্যান প্রার্থী গত ২৩ এপ্রিল যাচাই-বাছাইয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া মোহাম্মদ ওয়াহিদুজ্জামান কে মোটরসাইকেল প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
বুধবার (১৫ মে) সন্ধ্যায় ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন কবীর বিষয়টি নিশ্চিত করেন।এ সময় তিনি জানান, আদালতের নির্দেশনা পেয়ে উভয় প্রার্থীর চাহিদা অনুযায়ী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

জানা জানাযায় গত সোমবার (১৩ মে) বিকেল ৩টার দিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আদালতের বিচারক এম ইনায়েতুর রহিম এক আদেশে মোঃ ওয়াদুদ মাতুব্বরের প্রার্থীতা দ্রুত ফিরিয়ে দিয়ে নির্বাচন করার জন্য রুল জারি করেন।

আদেশের পত্র নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে এসে পৌঁছালে ১৫ মে ওয়াদুদ মাতুব্বর ও ওয়াহিদুজ্জামানকে প্রতীক বরাদ্দ দিয়েছেন ।রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৩ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে নিজ স্ত্রীর নামে লাভজনক প্রতিষ্ঠান থাকায় বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও প্রার্থী মোঃ ওয়াদুদ মাতুব্বরের মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল ।

পরে জেলা প্রশাসকের (ডিসি) এর কাছে তিনি আপিল করলে সেখানেও তার মনোনয়নপত্র বাতিল হয়। এরপর ওয়াদুদ মাতুব্বর মনোনয়নপত্র ফিরে পেতে হাইকোর্টে রিট আবেদন করেন। হাইকোর্ট ওয়াদুদ মাতুব্বরের রিট আবেদন গ্রহণ করে গত সোমবার বিকেলে রুল জারি করেন। তাই এখন আর ওয়াদুদ মাতুব্বরের নির্বাচনে অংশ নিতে আর কোনো বাধা নেই। এ বিষয়ে মোহাম্মদ ওয়াদুদ মাতুব্বর বলেন, ‘আমি শুধু আমার অধিকারই ফিরে পাইনি, সালথার মানুষও তার ভোটাধিকার ফিরে পেয়েছেন। এ রায় সালথার সাধারণ মানুষের ভোটাধিকারের রায়। ’

প্রসঙ্গত, আগামী ২১ মে দ্বিতীয় ধাপে ফরিদপুরের সালথা ও নগরকান্দা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের ছয়দিন আগে বুধবার বিকেলে সালথা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছেন দুইজনকে,ইলেকশন কমিশন।

শেয়ার করুনঃ