ঢাকা, শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাঙ্গাবালীতে দাখিল পরীক্ষায় অনিয়ম, ১৪ শিক্ষার্থী সাসপেন্ড, ৫ শিক্ষককে জরিমানা
বোয়ালখালীতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক ঐতিহ্যবাহী চড়ক পূজা পরিদর্শন
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পৌর বিএনপির যৌথ সভা
উলিপুরে ব্রীজের পানি প্রবাহের পথ বন্ধ করে দিয়ে মাটি ভরাটের অভিযোগ
পলাশবা‌ড়ি‌তে আন্ডার পাসের দাবী‌তে সমা‌বেশ অনু‌ষ্ঠিত
পিরোজপুরে চোরাই ইজিবাইকসহ আন্তঃজেলা চোর চক্রের সদস্য গ্রেফতার
কালীগঞ্জে স্কুলছাত্রীকে হত্যা,আটক ১
চাপাতি ঠেকিয়ে তরুণীর সোনার চেইন ও ব্যাগ ছিনতাই, ভিডিও ভাইরাল
ট্রেনে পুলিশ সদস্যের অশালীন অঙ্গভঙ্গির ভিডিও ভাইরাল, যা বলল পুলিশ
ব্যারিস্টার সারোয়ারের বক্তব্যে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নিন্দা ও প্রতিবাদ
মুজিবনগর দিবসে আনসার বাহিনীর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ
১৮ হাজার টাকার মধ্যে পানিরোধী স্মার্টফোন সি৭৫এক্স আনল রিয়েলমি
পাঁচবিবি প্রেসক্লাবের সম্পাদক সাংবাদিক আবু হাসান আর নেই
কলাপাড়ায় পরীক্ষা কেন্দ্রে নকলে সহায়তার দায়ে দুই শিক্ষককে অব্যাহতি
কাঁঠালিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

রাউজান বিনাজুরী জামুয়াইনস্হ মাধবানন্দ নারায়ণ আশ্রমে অষ্টপ্রহর মহানাম যজ্ঞ সংকীর্তন

বীর চট্টলার বিপ্লবতীর্থ রাউজান উপজেলাধীন বিনাজুরী জামুয়াইনস্হ সাধক শ্রীমৎ নারায়ণ সাধু কর্তৃক প্রতিষ্ঠিত শ্রী শ্রী মাধবানন্দ নারায়ণ আশ্রম এ-র ৩১তম বর্ষপূর্তি ও কিংবদন্তী সাধক শ্রীমৎ স্বামী মাধবানন্দ মহারাজ বৈষ্ণবকুল তিলক শ্রী শ্রী ১০৮ মহন্ত মুরারী দাস বাবাজী স্মরণে মহতী শ্রীমদ্ভবতগীতাপাঠ, শ্রী শ্রী গুরু পূজা, ভাগবতীয় আলোচনা, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান,শুভ অধিবাস, বিশ্বশান্তি কামনায় সার্বজনীন অষ্টপ্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহা নামযজ্ঞ সংকীর্তন, সম্মাননা স্মারক প্রদান অন্নপ্রসাদ আস্বাদন সম্পূর্ণ মঙ্গল প্রদীপ প্রজ্জ্বােলক আশীর্বাদক ও জীবনী আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শ্রী শ্রী মাধনানন্দ নারায়ণ আশ্রমের অধ্যক্ষ কৃষ্ণ দাস বাবাজী মহারাজ শুভ উদ্বোধক রাউজান উপজেলা থানা অফিসার ইনচার্জ জনাব জাহিদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং বিনাজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবীন্দ্র লাল চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি কুতুবছড়ি বাজারস্হ শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের সাধারণ সম্পাদক বিকাশ কান্তি দে চন্ডী গীতা মৃত পরিবেশক ভাগবতী বক্তা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয় মাতৃভক্তি উদযাপন পরিষদ(BNMRSA) কেন্দ্রীয় সংসদ প্রধান ভাগবতীয় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গীতানুধ্যায়ী ডাঃ সুপন বিশ্বাস (শঙ্করেশ)সভাপতিত্ব করেন জামুয়াইন শ্রী শ্রী মাধবানন্দ নারায়ণ আশ্রমের সভাপতি রতন মুহুরী বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাউজান বিনাজুরী গৌরাঙ্গ বাড়ী, শ্রীশ্রী কালীবাড়ী, শ্রীমৎ স্বামী শ্রী শ্রী মাধবানন্দ নারায়ণ আশ্রমের সাধারণ সম্পাদক সজীব দত্ত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং বিনাজুরী ইউনিয়ন পরিষদের মহিলা প্যালেন চেয়ারম্যান রূপালী চৌধুরী ৬ নং বিনাজুরী ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ মহিউদ্দিন। এতে আরো উপস্থিত ছিলেন সিঃ সহ সভাপতি বিশ্বনাথ মুহুরী, সহ সভাপতি মৃদুল দত্ত, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মহাজন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকাশ দে, অর্থ সম্পাদক রুবেল দেব,সহ অর্খ সম্পাদক সনজিৎ মুহুরী, সহ অর্থ -সম্পাদক সঞ্জয় চৌধুরী,সাংগঠনিক সম্পাদক প্রভাস দে,সহ সাংগঠনিক সম্পাদক রূপন আইচ,সাংস্কৃতিক সম্পাদক শুভ তালুকদার, সহজ সাংস্কৃতিক সম্পাদক সজীব মুহুরী জয়,প্রচার ও প্রকাশনা সম্পাদক সাগর দে, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক সুমন দে, শিক্ষা ও সমাজ কল্যান সম্পাদিকা প্রকৌঃ মনীষা সেন, সহ শিক্ষা ও সমাজ কল্যান সম্পাদক শান্ত দে, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক তিলক দাশ,সহ তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক শুভ্র তালুকদার জয়,দপ্তর সম্পাদক জনি দে, সহ দপ্তর সম্পাদক জয় মুহুরী সান্টু, ধর্ম বিষয়ক সম্পাদক পন্ডিত চম্পক চক্রবর্ত্তী,সহ ধর্ম বিষয়ক সম্পাদক অনুরাজ ভট্টাচার্য্য, অভি চৌধুরী, টিবলু আইচ,অসীম দে,তপন চৌধুরী, আশীষ মুহুরী, পরিতোষ সিকদার,নির্মল দাস,সন্তোষ দাস,রূপন তালুকদার, টিপু চৌধুরী, রনি দে, রনি দে (১),অন্তু নাথ,সৈকত দে,সানি দে,সমুন সিকদার, জয় দাশ,ইমন সিকদার, অরূপ নন্দী,অমিত দে শুভ, শিমুল মুহুরী প্রমূখ।

শেয়ার করুনঃ