
” বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর।” কাজী নজরুল ইসলাম।সেই নারী- পুরুষ আসন্ন গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে ভোট যুদ্ধে অংশ নিয়েছেন।আসছে ২১ মে ভোটের দিন কে সামনে রেখেএ উপজেলায় দু’জন মাত্র চেয়ারম্যান প্রার্থী প্রচার -প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।উক্ত উপজেলায় বর্তমান চেয়ারম্যান মুহম্মদ সাহিন( ঘোড়া) ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া (নিতু)(আনারস) নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন।আর ভোটারদের কে উভয়ই দিচ্ছেন নানান প্রতিশ্রুতি।নাম প্রকাশে অনইচ্চুক অনেকেই বলেছেন, বিগত ৫ বছর মুহম্মদ সাহিন চেয়ারম্যান থাকার সুবাদে সর্বোপরি মিলিয়ে সর্ব স্তরে তার একটা আলাদা গ্রহণ যোগ্যতা তৈরী হয়েছে। যার দরুন এবার তাকে হারানো অত সহজ হবে না। তাঁরা আরও বলেছেন, মুহম্মদ সাহিন’র এক প্রকার বলা চলে এবার জয় শত ভাগ সুনিশ্চিত। গলাচিপা উপজেলায় এবার পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছেন ফরিদ আহসান কচিন (উড়োজাহাজ), মোঃ রেজাউল কবির.মোল্লা(তালা),মোঃরিফাত হাসান (টিউবওয়েল) ও মোঃ নিজাম উদ্দিন তালুকদার (চশমা) এবং তহমিনা আক্তার (ফুটবল), মোসাম্মাৎ শিরিন নাহার আক্তার (ফুলের টব) ও হেলেনা বেগম(কলস)। অপেক্ষার পালা শেষ হবে আসছে ২১ মে বিকালে উক্ত নির্বাচনে এবার কে হয় গলাচিপা উপজেলা চেয়ারম্যান। আনারসের প্রার্থী না ঘোড়ার প্রার্থী। গলাচিপা উপজেলা নির্বাচনে এবার ২৪১৮৭০ জন ভোটার বৃন্দ তাদের ভোট প্রয়োগ করতে পারবেন।