
জাতীয় বাজেটে অর্থ বরাদ্দের পাশাপাশি স্থানীয় সরকারের বিভিন্ন স্তরে পৌরসভা, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ পর্যাপ্ত অর্থ বরাদ্দ করার প্রয়োজনীয়তা তুলে ধরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ মে) রাজশাহীর তানোর পৌরসভার পিএফ’এ শিশুদের বাজেট ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । তানোর পৌরসভার হলরুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এপি ম্যানেজার মি:বিমল জেমস কস্তার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর পৌরসভার মেয়র ইমরুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ প্রোগ্রাম ম্যানেজার মি:লরেন্স মন্ডল,আরো উপস্থিত তানোর পৌরসভার কাউন্সিলর ও প্যানেল মেয়র আরব আলী,মাহাবুব হোসেন,কাউন্সিলর রোকনুজ্জামান রনি,মহিলা কাউন্সিলর ও সরকারি ও বেসরকারি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী।
নেতৃবৃন্দসহ শিশু ও যুব প্রতিনিধিবৃন্দ।মি: বিমল জেমস্ কস্তা শিশু ও যুব কল্যাণে আসন্ন ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেটে বিশেষ বিবেচনার জন্য তানোর পৌরসভার কর্তৃপক্ষকে অনুরোধ করেন এবং অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করার উপর গুরুত্ব প্রদান করেন।
শিশু ও ব্যাল্য বিবাহ, বিদ্যালয় হতে ঝরে পড়া,শিশু শ্রম, মাদকাসক্ত,শিশুর প্রতি শারিরীক ও মানসিক সহিংসতা,শিশু নারী নির্যাতন,শিশু ও যুবদের সুরক্ষা ও নিরাপত্তার,স্বাস্থ্যসেবা বিশেষ করে শিশু ও যুবদের অংশগ্রহন নিশ্চিত করার বিষয়কে গুরুত্ব আরোপ করে শিশু ও যুব প্রতিনিধিবৃন্দ তানোর পৌরসভার মেয়র ইমরুল হক স্মারকলিপি পেশ করেন।