ঢাকা, শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাঙ্গাবালীতে দাখিল পরীক্ষায় অনিয়ম, ১৪ শিক্ষার্থী সাসপেন্ড, ৫ শিক্ষককে জরিমানা
বোয়ালখালীতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক ঐতিহ্যবাহী চড়ক পূজা পরিদর্শন
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পৌর বিএনপির যৌথ সভা
উলিপুরে ব্রীজের পানি প্রবাহের পথ বন্ধ করে দিয়ে মাটি ভরাটের অভিযোগ
পলাশবা‌ড়ি‌তে আন্ডার পাসের দাবী‌তে সমা‌বেশ অনু‌ষ্ঠিত
পিরোজপুরে চোরাই ইজিবাইকসহ আন্তঃজেলা চোর চক্রের সদস্য গ্রেফতার
কালীগঞ্জে স্কুলছাত্রীকে হত্যা,আটক ১
চাপাতি ঠেকিয়ে তরুণীর সোনার চেইন ও ব্যাগ ছিনতাই, ভিডিও ভাইরাল
ট্রেনে পুলিশ সদস্যের অশালীন অঙ্গভঙ্গির ভিডিও ভাইরাল, যা বলল পুলিশ
ব্যারিস্টার সারোয়ারের বক্তব্যে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নিন্দা ও প্রতিবাদ
মুজিবনগর দিবসে আনসার বাহিনীর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ
১৮ হাজার টাকার মধ্যে পানিরোধী স্মার্টফোন সি৭৫এক্স আনল রিয়েলমি
পাঁচবিবি প্রেসক্লাবের সম্পাদক সাংবাদিক আবু হাসান আর নেই
কলাপাড়ায় পরীক্ষা কেন্দ্রে নকলে সহায়তার দায়ে দুই শিক্ষককে অব্যাহতি
কাঁঠালিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

পঞ্চগড়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত সমস্যা সমাধানে (আইডিইবি)’র সংবাদ সম্মেলন

পঞ্চগড়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত সমস্যা সমাধানে সরকারের প্রতি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলন করেছে (আইডিইবি)। সোমবার (১৩-মে) সন্ধ্যায় পঞ্চগড় আইডিইবি ভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আয়োজিত সংবাদ সম্মেলনে মুল বক্তব্য উপস্থাপন করেন আইডিইবি পঞ্চগড় জেলা শাখার সভাপতি মোঃ হেলাল উদ্দিন। লিখিত বক্তব্য উপস্থাপন ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আইডিইবি জেলা নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক জনাব নুনী গোপাল সিংহ। পেশাগত সমস্যা সমাধানে এবং কারিগরি শিক্ষার মান উন্নয়নে চলমান বিষয়ে বক্তব্য রাখেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ আবু তাহের। এ সময় বক্তারা বলেন, কারিগরি শিক্ষাকে মর্যাদা প্রদান ও সমাজে গ্রহণযোগ্যতা বৃদ্ধির প্রয়াসে শিক্ষা মন্ত্রণালয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাকে বিএসসি (পাস) সমমান মর্যাদা প্রদানের উদ্যোগ গ্রহণের প্রেক্ষিতে ডিগ্রি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের যুক্তিহীন বিরোধিতা ও বিদ্বেষী কার্যক্রম বোলে প্রতিবাদ জানান ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) পঞ্চগড় জেলা শাখা। কারিগরি শিক্ষাকে মর্যাদা প্রদান ও সমাজে গ্রহণযোগ্যতা বৃদ্ধির প্রয়াসে শিক্ষা মন্ত্রণালয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাকে বিএসসি (পাস) সমমান মর্যাদা প্রদানের উদ্যোগ গ্রহণের প্রশংসা ও তার দ্রুত বাস্তবায়নের দাবি জানান তারা। এর প্রেক্ষিতে ডিগ্রি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের বিরোধিতাকে যুক্তিহীন বোলে আখ্যা করে বলেন, তাদের বোঝার মধ্যে ভুল আছে। আমরা তাদের সমমর্যাদা চাইনি। বিএসসি(পাস) বা ডিগ্রি সমমানের শুধু একটা মর্যাদার স্থান চেয়েছি। এ সময় উপস্থিত ছিলেন, আইডিইবি ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের আহ্বায়ক জনাব জাহিদ আনোয়ার জীম। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন পঞ্চগড় আইডিইবি’ অর্থ সম্পাদক মোঃ আতিউর রহমান এবং মোঃ মামুনুর রশীদ, সাইফ আহমেদ , নোবেল, জিমিয়াস প্রধান, সাদেকুল ইসলাম বাবু , সদস্য প্রকৌশলীবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

শেয়ার করুনঃ