ঢাকা, বুধবার, ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজধানীতে আ. লীগের তিন নেতাকর্মী গ্রেফতার
বোদায় বাংলাদেশ স্কাউটস দিবস পালিত
৪৭ লক্ষাধিক টাকার বিপুল ইয়াবাসহ গ্রেফতার নারী মাদক কারবারি
১৩৫ কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ: শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি
বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলম গ্রেফতার
পারিবারিক ঝগড়ার দু’বছর পর খুন,২৪ ঘণ্টায় গ্রেফতার আসামি মাসুদ
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা পবিপ্রবির সিট প্ল্যান প্রকাশ
দোছড়ি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের দোয়া-বিদায় অনুষ্ঠান সম্পন্ন
সুন্দরবনের ১১০ কেজি হরিণের মাংসসহ ১ শিকারী আটক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফুলবাড়ী উপজেলার আহ্বায়ক হাই-সদস্য সচিব শাওন
চট্রগ্রামের বহিঃনোঙ্গরে ৩হাজার ইয়াবা ও অস্ত্রসহ আটক ২
সুন্দরবনে ১১০ কেজি হরিণের মাংসসহ ১জন গ্রেফতার
গোলপ জারবেরার রাজ্যে নতুন সংযোজন ‘নন্দিনী’
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে ৫ হাজার স্বেচ্ছাসেবী যুক্ত করা হবে:ডিএনসিসি প্রশাসক
অপহরণের নাটক সাজিয়ে অভিনব কায়দায় প্রতারণা: মা ও মেয়ে গ্রেফতার

মাদক ব্যবসায়ের মূলহোতাসহ গ্রেফতার ৩,উদ্ধার ৩৩০ বোতল ফেন্সিডিল

গাজীপুর জেলার কালিয়াকৈর এলাকা হতে মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা রায়হানসহ তার ২ জন সহযোগীকে গ্রেফতার করেছে র‌্যাব-৩। সেই সঙ্গে ৩৩০ বোতল ফেন্সিডিল ও মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে বলেও জানানো হয়।

রবিবার (১২মে) র‌্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মো.শামীম হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলো,মো.রায়হান কবির (২৪),মো. সাগর (২৫),মো.সরোয়ার হোসেন (২৩)।

মো.শামীম হোসেন জানান,র‌্যাব-৩ এর একটি চৌকষ আভিযানিক দল আজ সকালে গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন কালিয়াকৈর ফায়ার-সার্ভিস স্টেশনের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতাসহ তার দুইজন সহযোগীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকালে তাদের হেফাজত হতে ৩৩০ বোতল ফেন্সিডিল এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।

তিনি বলেন,প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায় যে,গ্রেফতারকৃত রায়হানের নেতৃত্বে চক্রটি দীর্ঘদিন যাবৎ অভিনব পদ্ধতিতে পরষ্পরের যোগসাজশে ঠাকুরগাঁও এর সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয় করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে। একাজে তারা পণ্যবাহী পিকআপ ভ্যানে মালামাল পরিবহনের আড়ালে সীমান্ত এলাকা হতে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক আনা-নেয়া করতো।

চক্রটি আজ সকালে সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ মাদকদ্রব্যের একটি চালান নিয়ে রাজধানীতে প্রবেশকালে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে র‍্যাব-৩ এর একটি অস্থায়ী চেকপোষ্টের সম্মুখীন হয়। এসময় গাড়ি থেকে নেমে গ্রেফতারকৃত আসামিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র‍্যাব-৩ এর আভিযানিক দল তাৎক্ষণিক তাদের গ্রেফতার করতে সক্ষম হয় ও পিকআপ ভ্যানটি তল্লাশী করে অভিনব কায়দায় পিকআপ ভর্তি সবজির বস্তার মধ্যে লুকানো ৩৩০ বোতল ফেন্সিডিল জব্দ করে। এসকল মাদক ব্যবসায়ী চক্রের সদস্যদের আইনের আওতায় আনতে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলেও জানান তিনি।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ