ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
একুশে পরিবহনে মোটরসাইকেল নিয়ে ধাওয়া,ঘটনাটি ডাকাতি নয় বলছে পুলিশ
পূর্ব শত্রুতার জেরে অটোরিক্সা চালক হত্যা,গ্রেফতার ২
পিলখানা হত্যাকাণ্ড: ক্ষতিপূরণসহ চাকরি পুনর্বহালের দাবি বিডিআর সদস্যদের
ক্লাস-পরীক্ষা বর্জন করে নোয়াখালী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
শাহবাগে ফুলের দোকানে আগুন: ঝুলন্ত বৈদ্যুতিক সংযোগ ও হাইড্রোজেন সিলিন্ডার ছিল বিপদের কারণ
সরকারি সফরে রাশিয়া ও ক্রোয়েশিয়া গেলেন সেনাপ্রধান
বাঞ্ছারামপুরে বিএনপির ১১ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ
পঞ্চগড়ের বোদায় গুম, খুন, ছিনতাই, ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
ফুলবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যদের নিয়ে ঈদ পূর্ণমিলনী
চাঁদাবাজির অভিযোগে কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদককে শোকজ
রাজধানীর’ খেতাপুড়ি ‘দখল করেছে পটুয়াখালীর ঝাউবন
ঝিকরগাছায় কিশোরকে বস্তা কিনতে পাঠিয়ে ভ্যান নিয়ে চম্পট
১৭ বৎসর আন্দোলন সংগ্রাম করেছি ,দরকার হলে আবারো নামা হবে: আজিজুল বারী হেলাল
পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
টিআরসি নিয়োগে দালালমুক্ত স্বচ্ছ প্রক্রিয়ার আশ্বাস ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের

দূর্নীতি নিয়ন্ত্রণ করা গেলে জনগণের উপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে চাপ দেয়ার দরকার পড়ে না

এমনিতেই দেশে দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধি, দাতা সংস্থার চাপ ও শর্তারোপের নানা অজুহাতে  বিদ্যুৎ-সহ জ্বালানি মূল্য বারবার বৃদ্ধিতে  সামগ্রিক দেশে সামগ্রিক উৎপাদন, বন্টন, ব্যবসা বানিজ্য পরিস্থিতির অবনতির ঘটনায় ঘটনার প্রভাবে মানুষ দিশেহারা, সাধারণ মানুষ আয় ব্যয়ের সামঞ্জস্যতা হারিয়ে পরিবার পরিজন নিয়ে দিশেহারা অবস্থায় দিনাতিপাত করছে।  ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংক আন্তর্জাতিক পরিস্থিতি মূল্যায়নের কথা বলে এক লাফে ডলারের মূল্য অস্বাভাবিক বৃদ্ধির ঘোষণায় সামগ্রিক অর্থনীতি পরিস্থিতির দৈনতা প্রকাশ পেয়েছে তাতে করে আবারও সকল ধরনের শিল্প, বানিজ্য, ব্যবসা বানিজ্যের উপর নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে,মূল্যস্প্রীতির লাগামহীনতায় মানুষ দিশেহারা,  মানুষের সামগ্রিক আয় রোজগার না বেড়ে গড়আয় কমেছে, তাতে মানুষের মরার উপর খাড়ার ঘা হিসেবে যুক্ত হলো নিত্য দিনের সংকট।  এতে সমাজে  ও রাষ্ট্র হতাশাও ক্ষোভের সাথে অস্থিরতা নেমে আসবে, হতাশা, অস্থিরতা  মানুষের অসহায়ত্ব দেখার বিষয়টি বার বার উপেক্ষিত হওয়ার মাঝে সরকার কাদের স্বার্থ রক্ষায় এই ধরনের অবিবেচক সিদ্ধান্ত নিচ্ছেন তা আমাদের বোধগম্য নয়। আমরা মনেকরি দেশে সরকারের সব ধরনের কাজে দূর্নিতীর যে চিত্র বের হচ্ছে তা নিয়ন্ত্রণ করা গেলে জনগণের উপর বার বার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে চাপ দেয়ার দরকার পড়েনা, সর্বশেষ নাটবল্টু আমদানির যে দূর্নিতীর চিত্র গনমাধ্যমে বেরিয়েছে তাতে ভয়াবহ নীতিহীন ঘটনার চেহারা দেখা যাচ্ছে। এখনো বিদ্যুৎ উৎপাদনের নামে কুইক রেন্টাল কেম্পানিদের যে ভূর্তকী ফি বছর দিয়ে আসা হচ্ছে তাতে কারা লাভবান হয়েছে তা দেশবাসী জানতে চায়। দীর্ঘ সময় থেকে বিশেষজ্ঞজনেরা এই ধরনের প্রজেক্ট বন্ধ করার কথা  বলে আসলেও তা কেন কার্যকর করা হয়নি।  আমরা সরকারের অবিবেচনা নিরসনে কার্যকর পদক্ষেপের পাশাপাশি দূর্নিতী অনিয়ম, লুটপাট, অর্থপাচার-সহ সকল অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি জানাচ্ছি।
সম্মিলিত সামাজিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির ঢাকাস্থ নেতৃবৃন্দের সভায় উপরিউক্ত প্রস্তাব গৃহীত হয়।
আজ ১০ মে বিকাল ৪টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় বাংলাদেশ টেনিস ফেডারেশন শাহবাগ,  সম্মিলিত সামাজিক আন্দোলনের নির্বাহী সভাপতি অধ্যাপক রোবায়েত ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন,সংগঠনের প্রেসিডিয়াম সদস্য জয়ন্তী রায়, সাধারণ সম্পাদক সালেহ আহমেদ যুগ্ম-সাধারণ সম্পাদক একে আজাদ, পারভেজ হাসেম, জহিরুল ইসলাম জহির,  সম্পাদক মন্ডলীর সদস্য আবদুর রাজ্জাক,  বিপ্লব চাকমা, জুবায়ের আলম, কেন্দ্রীয় নেতা মোঃ নুরুল আমিন,  মনিরুজ্জামান প্রমূখ।

শেয়ার করুনঃ