ঢাকা, মঙ্গলবার, ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
৪৭ লক্ষাধিক টাকার বিপুল ইয়াবাসহ গ্রেফতার নারী মাদক কারবারি
১৩৫ কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ: শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি
বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলম গ্রেফতার
পারিবারিক ঝগড়ার দু’বছর পর খুন,২৪ ঘণ্টায় গ্রেফতার আসামি মাসুদ
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা পবিপ্রবির সিট প্ল্যান প্রকাশ
দোছড়ি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের দোয়া-বিদায় অনুষ্ঠান সম্পন্ন
সুন্দরবনের ১১০ কেজি হরিণের মাংসসহ ১ শিকারী আটক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফুলবাড়ী উপজেলার আহ্বায়ক হাই-সদস্য সচিব শাওন
চট্রগ্রামের বহিঃনোঙ্গরে ৩হাজার ইয়াবা ও অস্ত্রসহ আটক ২
সুন্দরবনে ১১০ কেজি হরিণের মাংসসহ ১জন গ্রেফতার
গোলপ জারবেরার রাজ্যে নতুন সংযোজন ‘নন্দিনী’
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে ৫ হাজার স্বেচ্ছাসেবী যুক্ত করা হবে:ডিএনসিসি প্রশাসক
অপহরণের নাটক সাজিয়ে অভিনব কায়দায় প্রতারণা: মা ও মেয়ে গ্রেফতার
আমতলীতে বিএনপির কর্মীসভাকে কেন্দ্র করে সাবেক সভাপতির বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ
সকল বিরোধীদল জুলুমবাজ শেখ হাসিনার সরকারকে উৎখাত করেছে :কাজী রওনাকুল ইসলাম টিপু

রায়পুরে বীর-মুক্তিযোদ্ধা ওসমান খাঁনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২নং উত্তর চরবংশি ইউনিয়ন এর বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ ওসমান খাঁন, আজ সকাল ৭ ঘটিকায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। বাদ আসর রাষ্ট্রীয় মর্যাদা শেষে খাশের হাট বাজার জামে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও দুই মেয়ে রেখে যান।

পরিবার সূত্রে জানা যায় রাজনৈতিক বর্ণাঢ্য জীবনে তিনি তেজগাঁও পলিটেকনিক্যাল কলেজের ৬৯ এর ছাত্রলীগ নেতা এবং ৭-ই মার্চ বঙ্গবন্ধুর ভাষণে উপস্থিত ছিলেন। ২নং সেক্টরের গেরিলা যোদ্ধা ছিলেন এবং ২ নং ইউনিয়ন আ’লীগের বর্তমান আহবায়ক ও প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন এবং বৃহত্তর চরবংশি আ’লীগের তৎকালীন সভাপতি ছিলেন।

কর্মজীবনে তিনি ১৯৭৪ সালে পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়া জেলায় সরকারি প্রকৌশলী হিসেবে যোগদান করেন। দশ বছর পর ১৯৮৪ সালে চাকরি ছেড়ে চরবংশি নিজ এলাকায় এসে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। তিনি ২নং চরবংশি ইউনিয়ন এর বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসায় নিজ জমি দান করেন বলেও পরিবার সূত্রে জানা যায়।

মরুহুমের বড় ছেলে মোঃ সেলিম খাঁন ২নং ইউনিয়ন এর বর্তমান যুবলীগের সহ-সভাপতি এবং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর আহবায়ক সদস্য । মরহুমের মেজো ছেলে সোহেল খাঁন ২নং উত্তর চরবংশি ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং পাশাপাশি পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান দেখাশোনা করেন।

মরহুমের ছোট ছেলে জশিম খাঁন (রাজিব) অগ্রনি ব্যাংক পানপাড়া শাখার ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছেন। মরহুমের বড় মেয়ে ফাতেমা খানম গভমেন্ট সবুজবাগ উচ্চ বিদ্যালয় সিনিয়র ইংরেজি শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। ছোট মেয়ে সালমা খানম ঢাকা গুলশানে স্বামীর বাড়িতে বসবাস করেন।
তার ছেলে জশিম খাঁন এই প্রতিবেদককে বলেন, ” আমার বাবা দীর্ঘদিন চরবংশি ইউনিয়নে রাজনৈতিক এবং সামাজিকভাবে বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং তার ব্যবসায়িক উপার্জিত সম্পদ থেকে ব্যয় করে তিলে তিলে চরবংশি আ’লীগকে লক্ষ্মীপুর জেলার মধ্যে নৌকার বোর্ড ব্যাংকে পরিনত করেন কিন্তু তিনি প্রচার বিমুখ ও অহিংস নীতিতে বিশ্বাসী ছিলেন। ইনশাআল্লাহ আগামীতে আমরা তার সন্তান হিসেবে তার দেখানো আদর্শ নীতিতে চলব। ফেসবুক সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে রায়পুর বিভিন্ন মহলে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

শেয়ার করুনঃ