ঢাকা, শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বোয়ালখালীতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক ঐতিহ্যবাহী চড়ক পূজা পরিদর্শন
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পৌর বিএনপির যৌথ সভা
উলিপুরে ব্রীজের পানি প্রবাহের পথ বন্ধ করে দিয়ে মাটি ভরাটের অভিযোগ
পলাশবা‌ড়ি‌তে আন্ডার পাসের দাবী‌তে সমা‌বেশ অনু‌ষ্ঠিত
পিরোজপুরে চোরাই ইজিবাইকসহ আন্তঃজেলা চোর চক্রের সদস্য গ্রেফতার
কালীগঞ্জে স্কুলছাত্রীকে হত্যা,আটক ১
চাপাতি ঠেকিয়ে তরুণীর সোনার চেইন ও ব্যাগ ছিনতাই, ভিডিও ভাইরাল
ট্রেনে পুলিশ সদস্যের অশালীন অঙ্গভঙ্গির ভিডিও ভাইরাল, যা বলল পুলিশ
ব্যারিস্টার সারোয়ারের বক্তব্যে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নিন্দা ও প্রতিবাদ
মুজিবনগর দিবসে আনসার বাহিনীর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ
১৮ হাজার টাকার মধ্যে পানিরোধী স্মার্টফোন সি৭৫এক্স আনল রিয়েলমি
পাঁচবিবি প্রেসক্লাবের সম্পাদক সাংবাদিক আবু হাসান আর নেই
কলাপাড়ায় পরীক্ষা কেন্দ্রে নকলে সহায়তার দায়ে দুই শিক্ষককে অব্যাহতি
কাঁঠালিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
শাহআলীতে পূর্বশক্রতার জের ধরে সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ৭

সাংবাদিক সেলিম পারভেজের বিরুদ্ধে মিথ্যা মামলার নিন্দা-প্রতিবাদ জানিয়েছে আশুগঞ্জ প্রেসক্লাব



আশুগঞ্জ থানার বিষ্ফোরক মামলায় বিশিষ্ট সাংবাদিক ও আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজকে অন্যায়ভাবে আসামী করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আশুগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ।

গতকাল বৃহস্পতিবার আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক ও সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চু স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়-
আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ একজন প্রথিতযশা সাংবাদিক ও সম্পাদক।

তিনি প্রায় তিন যুগ ধরে দেশের বহুল প্রচারিত বিভিন্ন জাতীয় সংবাদ মাধ্যমে সাংবাদিকতা করে আসছেন। এই দীর্ঘ সময়ে তিনি অধুনালুপ্ত দৈনিক আজকের কাগজ, দৈনিক ইত্তেফাক, দেশের প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল আই, মাছরাঙ্গা টেলিভিশন এবং দীপ্ত টিভিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার জেলা ও উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন।

বর্তমানেও তিনি দৈনিক নয়া শতাব্দী পত্রিকার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রকাশিত জনপ্রিয় পত্রিকা দৈনিক একুশে আলোর সম্পাদক ও প্রকাশক।

সংবাদ মাধ্যমে কাজ করার পাশাপাশি তিনি সাংবাদিক সংগঠনগুলোতে সম্পৃক্ত রয়েছেন। ১৯৯৫ সালে তার প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ প্রেসক্লাব। তিনি ১৯৯৫ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত আশুগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এবং ২০১৩ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত আশুগঞ্জ প্রেসক্লাবের নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন ও ব্রাহ্মণবাড়িয়া ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক পদে অধিষ্ঠিত রয়েছেন। জনাব সেলিম পারভেজ সাংবাদিকদের মনোনীত প্রার্থী হিসেবে তিনি আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।

গত ২৮ অক্টোবর রাতে আশুগঞ্জ থানায় বিষ্ফোরক আইনে রজ্জু করা একটি  মামলায় রহস্যজনক কারণে সাংবাদিক সেলিম পারভেজকে ৬ নম্বর আসামী করা হয়েছে। অথচ মামলায় উল্লেখিত ঘটনার সময়ে তিনি ঢাকায় অবস্থান করছিলেন। এর আগে গত বৃহস্পতিবার বিকেলে তিনি উপজেলা পরিষদের অফিস শেষ করে  চিকিৎসার জন্য থেকে ঢাকায় যান। অথচ এলাকায় অবস্থান না করলেও একটি ভিত্তিহীন অভিযোগে একজন খ্যাতিমান সাংবাদিক ও জনপ্রতিনিধিকে আসামী করার বিষয়টি আমাদের বোধগম্য নয়। এ হাস্যকর মামলায় পুলিশের পেশাগত দায়িত্বশীলতা প্রশ্নবিদ্ধ হয়েছে বলে আমরা মনে করি।

এ ঘটনায় আশুগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দসহ ও স্থানীয় সাংবাদিক সমাজ গভীরভাবে উদ্বিগ্ন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং অবিলম্বে উক্ত মামলা থেকে তার নাম প্রত্যাহারের জন্য পুলিশ প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি।

বিঃদ্রঃ ম্যাডাম বিবৃতি কপি ও ছবি সুন্দরভাবে সংযুক্ত করে নিউজটি প্রকাশ করবেন বলে আশা প্রকাশ করছি।

শেয়ার করুনঃ