ঢাকা, শুক্রবার, ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
নওগাঁয় পরকীয়ার বলি সন্ধ্যা কে ফিরে পেতে পরিবারের সংবাদ সম্মেলন
বরগুনায় জলবায়ু ন্যায়বিচার দাবিতে তরুণদের ২২ সংগঠনের ধর্মঘট
কালীগঞ্জে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কারে যুবকরা
মেলান্দহে বৈশাখী মেলা শুরুর আগেই গাঁজা বিক্রির হিড়িক
সরাইলে দু’গ্রুপের সংঘর্ষে চির বিদায় নিলেন জসিম উদ্দিন
বিএনপি নেতার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন
রংধনু গ্রুপের হেড অফ মিডিয়া ও নৃত্যপরিচালক সাইফুল আটক
১৮ রোহিঙ্গাসহ ২১ ইয়াবা পাচারকারী আটক
মোহাম্মদপুরে দিনব্যাপী সাড়াশি অভিযান,গ্রেফতার ১৩
বদলে যাচ্ছে পুলিশের লোগো,বাদ পড়ছে নৌকা
মডেল মেঘনা আলমকে অপহরণের অভিযোগ সঠিক নয়,রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করার অপরাধে গ্রেফতার: ডিএমপি
অবশেষে হচ্ছে পুলিশ সপ্তাহ ২০২৫, আয়োজনে কাটছাঁট
সারাদেশে সেনা অভিযানে ৭ দিনে গ্রেফতার ৬০৮
মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সাদ্দাম গ্রেফতার
আমতলীতে পরীক্ষার হলে না গিয়ে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন

সংগ্রামী নেতা ‘আবু সাঈদ জুটন’ হতে চান বঙ্গবন্ধুর আদর্শের প্রতীক

লক্ষ্মীপুরের রায়পুর পৌর আওয়ামিলীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ জুটন ভবিষ্যত প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হওয়ার প্রতি আহবান জানিয়ে নিজেও হতে চান বঙ্গবন্ধুর আদর্শের প্রতীক। রায়পুরের সংগ্রামী এই নেতা শুধু একজন আদর্শ রাজনৈতিক নেতাই নন তিনি গরীব, অসহায় মানুষের পরম বন্ধুও বটে। স্থানীয় কয়েকজন বলেন, ” যেকোনো ব্যাপারে জুটন ভাইয়ের কাছে গেলে সহযোগিতা পাই। তিনি কাউকে কখনো খালি হাতে ফিরিয়ে দেননি। তিনি পরোপকারী, নিঃস্বার্থ এবং নিরহংকারী। ”

সংগ্রামী নেতা আবু সাঈদ জুটনের বাবার নাম মোঃ মোস্তফা মিয়া, তার মা আনোয়ারা বেগম, তিনি রায়পুর পৌরসভার দক্ষিণ কেরোয়ার ৭নং ওয়ার্ডের ৭৩২ নং বাড়িতে বসবাস করেন। তারা স্বপরিবারে দীর্ঘদিন যাবত বাংলাদেশ আ’লীগের রাজনীতির সাথে জড়িত। খোঁজ নিয়ে জানা যায় সে ১৯৯৭ থেকে ১৯৯৮ ইং সনে বাংলাদেশ ছাত্রলীগ, রায়পুর কলেজ শাখার সাধারণ সম্পাদক ও ছাত্র সংসদের নির্বাচিত ছাত্র বিষয়ক সম্পাদক ছিলেন। ২০০৪ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত উপজেলা ছাত্রলীগের সহ – সভাপতি এবং ২০০৯ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত জেলা জেলা ছাত্রলীগের উপ- অর্থ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন এবং ২০১৩ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ছিলেন। তারপর ১২ ডিসেম্বর ২০১৯ সাল থেকে রায়পুর পৌরসভার ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য হিসেবে দায়িত্বে ছিলেন।৭ জানুয়ারি ২০২২ রায়পুর, পৌর আওয়ামিলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। বর্তমানে তিনি রায়পুর, পৌর আওয়ামিলীগের
সাধারণ সম্পাদকের দায়িত্বে নিয়োজিত থেকে জনগণের নিরলস সেবা করে যাচ্ছেন। বিগত দিনের সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে তাহার এবং তাহার পরিবারের ভূমিকা ছিল অসামান্য। স্থানীয় সূত্রে জানা যায় তিনি রাজনৈতিক জীবনে দলের নিয়ম শৃঙ্খলা পরিপন্থি এবং রাট্রদ্রোহী কোন কাজের সহিত জড়িত ছিলেন না এবং বর্তমানেও নেই। ভবিষ্যৎ প্রজন্মের উদ্দেশ্য এই প্রতিবেদককে তিনি বলেন, ” আমার স্বপ্ন ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে লালন করে দেশ ও জনগণের সেবা করব। রাজনীতিতে যখন নাম লিখেছি তখন থেকে একটাই লক্ষ্য এবং স্বপ্ন ছিল সর্বস্তরের জনগণের সেবা করার এখন পর্যন্ত তাই করছি। রাজনীতি করে দল থেকে কিছু নিতে আসিনি, রাজনীতিতে নাম লিখেছি দলকে দিতে, দলের জন্য প্রয়োজনে নিজেকে আত্মত্যাগ করতে। ভবিষ্যতে প্রজন্মকে শুধু একটাই অনুরোধ থাকবে তারা যেন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে নিজেকে দেশ ও জাতির সেবায় উৎসর্গ করে। ”

আবু সাইদ জুটন সম্পর্কে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এমপি নুর উদ্দিন চৌধুরী নয়ন এই প্রতিবেদককে বলেন, ” আবু সাঈদ জুটন আ’লীগের একজন সৎ এবং ত্যাগী নেতা। গোপন ভোটের মাধ্যমে তিনি রায়পুর পৌর আওয়ামিলীগের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়ার পর থেকে দলের জন্য একদিকে যেমন তিনি কঠোর পরিশ্রম করেছেন অপরদিকে তার নিজের অর্থও দলের জন্য ব্যয় করছেন। এরকম একজন সৎ, নিরহংকার, পরোপকারী ও নিঃস্বার্থ নেতা পাওয়া দলের জন্য সৌভাগ্য। এরকম নেতা যদি দলে থাকে তাহলে দলকে সামনে এগিয়ে নিতে সহজ হয়। আমি তার ভবিষ্যত সাফল্য কামনা করছি। ”

শেয়ার করুনঃ