ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
‘ভাই’ সম্বোধন করায় সাংবাদিককে সাবেক সেনা কর্মকর্তার হুমকি
পিবিআইয়ের তিন পুলিশ সুপারকে রদবদল
পটুয়াখালীতে সড়ক দূর্ঘটনায় আনসার কমান্ডার নিহত
পাঁচবিবিতে আওলাই ইউনিয়ন জামায়াতের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত
আত্রাইয়ের কচুয়া মধ্যপাড়া ইসলামীক সম্মেলন
মিরসরাইয়ে পাঁচ বছরেও উদঘাটন হয়নি গৃহবধূ মুন্নী হ*ত্যার রহস্য , ক্ষুদ্ধ ভুক্তভোগী পরিবার
প্রয়োজনীয় সংস্কার করে যথা সম্ভব দ্রুত নির্বাচন দিতে হবে :অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
কালিগঞ্জের বিষ্ণুপুরে কৃষকদলের উদ্যোগে ঈদ পুনর্মিলন ও সাংস্কৃতি সন্ধ্যা 
নওগাঁয় মাটিবাহি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু
ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের ঈদ পূর্ণমিলনী
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা

খাগড়াছড়িতে প্রশাসনের মহড়া তৃতীয় দিনেও অবরোধ পালিত

নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়িতে প্রশাসনের মহড়া তৃতীয় দিনেও অবরোধ পালিত। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে জেলা শহরে মহড়া দিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার (২ নভেম্বর ২০২৩) সকাল ১০টার পর খাগড়াছড়ি জেলা শহর পরিদর্শন ও পর্যবেক্ষণে মাঠে ছিলো খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান ও পুলিশ সুপার মুক্তা ধর। সাথে ছিলো আইন শৃঙ্খলায় নিয়োজিত অন্যানরা।

এ সময় খাগড়াছড়ি জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ বিভিন্ন প্রশাসনের সমন্বয়ে জেলা শহরের ভাঙাব্রীজ,শাপলা চত্বর,বাস টার্মিনাল,স্বনির্ভর থেকে শুরু করে প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে দেখেন। অবরোধের তৃতীয় দিনেও খাগড়াছড়িতে দুর পাল্লার যাত্রীবাহি বাস চলাচল না করলেও কাঁচামালের ট্রাক,আন্ত:জেলা সড়কে অভ্যন্তরীন গাড়ী চলাচল স্বাভাবিক ছিলো।

তবে তৃতীয় দিনের অবরোধে রাস্তায় পিকেটিং করতে দেখা যায়নি বিএনপি নেতাকর্মীদের। সর্তক অবস্থানে মাঠে সরব উপস্থিতি ছিলো খাগড়াছড়ি জেলা পুলিশ সদস্যদের।

এদিকে পুলিশের পক্ষ থেকে অবরোধের অন্যান্য দিনের তুলনায় অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ মাঠে অতিরিক্ত সর্তকতা লক্ষ করা গেছে। জেলা শহরসহ উপজেলাগুলোতে মোটর সাইকেল,টমটম ও সিএনজিসহ ছোট পরিবহন চলাচল ছিলো স্বাভাবিক। বেলা বাড়ার সাথে সাথে বেড়েছে পরিবহন চলাচলের সংখ্যাও। এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলার কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ফলে ঢিলেঢালা ভাবে প্রভাবহীন সড়ক অবরোধ বলাচলে বিএনপির।

প্রশাসনের মহড়াকালে খাগড়াছড়ি বাস টার্মিনাল এলাকায় খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান বলেন, অবরোধের তৃতীয় দিনে নির্বাহী ম্যাজিস্ট্রেট,পুলিশ,বিজিবির সমন্বয়ে যৌথ টহল অব্যাহত রয়েছে। সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো। খাগড়াছড়ি জেলা ও ৯ উপজেলায় পুলিশের পাশাপাশি ৫ শতাধিক আনসার সদস্যও মোতায়েন রয়েছে। এ ধারা অব্যাহত থাকবে। এতে জনগনের জীবন যাত্রার মান স্বাভাবিক থাকবে বলে তিনি জানান।

অবরোধের পরিস্থিতি ও সার্বিক বিষয়ে খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর জানান, অবরোধ হলেও স্বাভাবিক নিয়মেই সব স্বচল রয়েছে। আঞ্চলিক সড়কেও যানবাহন চলাচল স্বাভাবিক আছে। এখন পর্যন্ত কোন ধরনের নাশকতার খবর পাওয়া যায়নি। সবাই মিলে সম্মনিতভাবে নাশকতারোধে তৎপর আছে প্রশাসন। কেউ অপতৎপরতা চালানোর চেষ্টা করলে তাদের আইনের আওতায় আনা হবে বলে জানান খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর।

 

শেয়ার করুনঃ