
মাদারীপুর-৩ আসনের ৪বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও
সাবেক যোগাযোগমন্ত্রী বিশিষ্ট শিক্ষানুরাগী দানবীর বীর মুক্তিযোদ্ধা মরহুম সৈয়দ আবুল হোসেনের রুহের মাগফেরাত কামনায় শোক সভা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ(বুধবার) সন্ধ্যায় দক্ষিণ ডাসার সৈয়দ আতাহার আলী এবতেদায়ী মাদ্রাসা মাঠে তার ভগ্নিপতি মরহুম সৈয়দ আব্দুল হান্নান এর পরিবারের পক্ষ থেকে উক্ত দোয়ানুষ্ঠানের আয়োজন করা হলে এতে কালকিনি ও ডাসারের হাজার হাজার মানুষ শরীক হয়।
এসময় মরহুমের স্মৃতিচারণ করে আলোচনা করেন ডাসারের ইউপি
চেয়ারম্যান রেজাউল করিম ভাষাই শিকদার, মরহুম সৈয়দ আবুল
হোসেনের ভাগ্নে সৈয়দ কামরুজ্জামান(জামান), সৈয়দ সফিউজ্জামান(পাপেল), সৈয়দ সামসুজ্জামান(পারভেজ), সৈয়দ
সাইফুজ্জামান(জেনি), সৈয়দ শাহনেওয়াজ(লিঙ্কন), সৈয়দ সালমান হোসেন অন্তু সহ স্থানীয় নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
পরে মরহুম সৈয়দ আবুল হোসেনের রুহের মাগফেরাত কামনা করে
দোয়ানুষ্ঠান শেষে গণভোজের আয়োজন করা হয়।