
শ্রমিক মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিবাদ্য ধারণ করে ফরিদপুরে মহান মে দিবস পালিত হয়েছে।ফরিদপুর জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দফতরের উদ্যোগে দিবসটি উপলক্ষে আজ বুধবার সকাল ৯টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের হয়ে ফরিদপুর সদর হাসপাতাল সংলগ্ন রাস্তার মোড় হয়ে জেলা পরিষদের কবি জসীমউদ্দীন হলে এসে শেষ হয়। পরে কবি জসিম উদ্দিন হল রুমে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়াসিন কবীর এর সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত র্যালী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মোঃকামরুল হাসান তালুকদার, বিশেষ অতিথি ছিলেন , ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম, জেলা আঞ্চলিক শ্রম দপ্তরের উপ-পরিচালক মাসুদা সুলতানা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ বাকাহীদ হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ নজরুল ইসলাম, মোটর ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি জুবায়ের জাকির সহ প্রমূখ।