
রাজধানীর কামরাঙ্গীরচর থেকে স্বর্ণালংকারসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার ( ২৮ এপ্রিল) দিবাগত রাতে কেরানীগঞ্জের খোলামোড়া ঘাটে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো,মো.ইলিয়াস ও মো.শাহাদাৎ হোসেন মানিক। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে স্বর্ণের চেইন,স্বর্ণের গলিত দলা,নগদ ১০ হাজার টাকা,চুরি কাজে ব্যবহৃত একটি হাতুড়ি,একটি লোহার রড ও হ্যাক্সো ব্লেড উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো.ইমরান হোসেন মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান,গত ২২ এপ্রিল দিবাগত রাতের কোন এক সময় কামরাঙ্গীরচর থানার সিরাজনগর তারকাটা গলির একটি খালি বাসা হতে অজ্ঞাতনামা চোরেরা ১ ভরি ১৪ আনা ওজনের স্বর্ণালংকার,একটি মাটির ও প্লাস্টিকের ব্যাংক হতে আনুমানিক ১০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ২৪ এপ্রিল কামরাঙ্গীরচর থানায় মামলা রুজু হয়।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান,মামলা রুজুর পর পরই কামরাঙ্গীরচর থানা তদন্ত শুরু করে। পরবর্তীতে তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে গত সোমবার দিবাগত রাতে কেরানীগঞ্জের খোলামোড়া ঘাটে অভিযান চালিয়ে ইলিয়াসকে গ্রেফতার করা হয়। ইলিয়াসের দেয়া তথ্যমতে ঐ রাতেই কুমিল্লা জেলার চান্দিনা থানা এলাকা হতে শাহাদাৎকে গ্রেফতার করা হয়।
ডিআই/এসকে