
যুবকদের মাঝে ঋণের ঋণের চেক ও সনদ বিতরণের মধ্য দিয়ে ও র্স্মাট যুব সমৃদ্ধ দেশ. বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে
পালিত হয়েছে দিনাজপুরের ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস ।
উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে
দিবসটি উপলক্ষ্◌্যে ১ নভেম্বর বুধবার সকাল ১০টায় এক র্বণাঢ্য
র্যালি,অনুষ্ঠিত হয়।
র্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা র্নিবাহী অফিসার মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড )মো. মাহমুদুল হাসান,উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. হানিফ উদ্দিন,উপজেলা কৃষি অফিসার মো. রফিকুজ্জামান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার রেজাউল করিম, কাজী আবু সায়াদ চৌধুরী ও আরো অনেকে।উপজেলা কৃষকলীগের সভাপতি ও ঘোড়াঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম আকাশসহ প্রশিক্ষিত যুবক ও যুব মহিলারা উপস্থিত ছিলেন। ◌্অনুষ্ঠানে ৯ জনের মাঝে ৪ লক্ষ ২০ হাজার টাকার রিনের চেক বিতরণ ও ৬০ জন প্রশিক্ষিত যুবদের মাঝে সনদ বিতরণ করা হয়।
এ সময় বিভিন্ন দপ্তরের র্কমর্কতা-র্কমচারী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তির্বগ উপস্থিত ছিলেন।পরে জাতীয় যুব পুরষ্কার প্রাপ্ত কাজী আবুসায়াদ চৌধুরীর সৌজন্যে অনুষ্ঠানে আগত যুবকসহ উপস্থিত সকলকে বিভিন্ন জাতের শাক- সবজির বীজ দেয়া হয় এবং বেকারত্ব ও বাল্য বিবাহের উপর একটি নাটিকা মঞ্চায়ণ করা হয়।