
আলমগীর হোসেন কালিগঞ্জ সাতক্ষীরা থেকে।।
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে” খাবার খাবো পুষ্টি গুনে, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কালিগঞ্জের বিষ্ণুপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট এর সহযোগিতায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৪ উদযাপনে পুষ্টি বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) দুপুর ২ টায় মুকুন্দ মধুসূদনপুর গ্রামের কৃষি ক্লাবে, উপ-সহকারী কৃষি অফিসার মাহফুজুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম উদ্দিন। বিষ্ণুপুর ইউপি”র চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, আশেক ইকবাল, উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম, IFAD মিশন এর ডঃ গ্ৰীনবার্গ , রিলা ক্লার্ক ফারিয়া তাসিন, এস এ সি পি প্রকল্পের আবু সিয়াম, জুলকারনাইন,, সাবেক ডি,জি হামিদুর রহমান, ডক্টর পরিমল চন্দ্র সরকার, শরিফুর রহমান, লুৎফুন্নাহার, FAO প্রতিনিধি যারিন আনান খন্দকার, মাছুমা চৌধুরী, GAIN এর সামিহা সিলভিয়া, প্রমুখ।