ঢাকা, শুক্রবার, ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
নওগাঁয় পরকীয়ার বলি সন্ধ্যা কে ফিরে পেতে পরিবারের সংবাদ সম্মেলন
বরগুনায় জলবায়ু ন্যায়বিচার দাবিতে তরুণদের ২২ সংগঠনের ধর্মঘট
কালীগঞ্জে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কারে যুবকরা
মেলান্দহে বৈশাখী মেলা শুরুর আগেই গাঁজা বিক্রির হিড়িক
সরাইলে দু’গ্রুপের সংঘর্ষে চির বিদায় নিলেন জসিম উদ্দিন
বিএনপি নেতার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন
রংধনু গ্রুপের হেড অফ মিডিয়া ও নৃত্যপরিচালক সাইফুল আটক
১৮ রোহিঙ্গাসহ ২১ ইয়াবা পাচারকারী আটক
মোহাম্মদপুরে দিনব্যাপী সাড়াশি অভিযান,গ্রেফতার ১৩
বদলে যাচ্ছে পুলিশের লোগো,বাদ পড়ছে নৌকা
মডেল মেঘনা আলমকে অপহরণের অভিযোগ সঠিক নয়,রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করার অপরাধে গ্রেফতার: ডিএমপি
অবশেষে হচ্ছে পুলিশ সপ্তাহ ২০২৫, আয়োজনে কাটছাঁট
সারাদেশে সেনা অভিযানে ৭ দিনে গ্রেফতার ৬০৮
মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সাদ্দাম গ্রেফতার
আমতলীতে পরীক্ষার হলে না গিয়ে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন

বাগমারায় বাঁশ কেটে জমি জবর দখল চেষ্টার অভিযোগ

রাজশাহীর বাগমারায় বাঁশ কেটে জমি-জমা জবর দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শুভডাঙ্গা ইউনিয়নের বাড়ীগ্রামে। বুধবার (২৪ এপ্রিল/ ২০২৪ ইং)বেলা সাড়ে বারো’টার দিকে দেশীয় অস্ত্রপাতি, ইটপাটকেল হাতে সংবদ্ধ একদল নারী-পুরুষ জমিজমা জবর দখল চেষ্টার পাঁয়তারা চালায়।
বাগমারা থানার লিখিত অভিযোগ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ীগ্রামের মৃত রফিকুল ইসলাম শাহ এর পুত্র আখতার হোসেন গংদের ভোগদলীয় নিম্ন তফসিলভূক্ত জেএলনং-৫৩, আরএস-৪৬৭ নং খতিয়ানের বিভিন্ন দাগে ২৭ শতাংশ জমিজমা দখল নিতে মরিয়া একটি পক্ষ। সূত্রে জানা গেছে, দখল পাঁয়তাচরায় নেতৃত্বে ছিলেন খুনের মামলার জামিনে থাকা আসামি একই গ্রামের কালাম শাহের পুত্র জয়নাল আবেদীন।সূত্র জানায়,দেশীয় অস্ত্রপাতি নিয়ে মহড়া ও ভীতিকর পরিবেশের সৃষ্টি করেন সেফাতুল্লার পুত্র আব্দুল হাকিম ( ইমন), মালেক শাহের পুত্র মতলেব শাহ, সাদেক শাহের পুত্র আবু তালেব, আব্দুল খালেকের পুত্র উজ্জল শাহ সহ ১৯/ ২০ জন নারী পুরুষ । এছাড়াও এর পূর্বে গত ৩০ মার্চ পুকুরে মাছ মেরে পুকুর জবর দখলের চেষ্টা চালায় সংবদ্ধ চক্রটি। প্রকাশ্য দিবালোকে বাড়ী ঘরে হামলার চেষ্টা চালিয়েছে । এ ঘটনায় ৪ জনের নাম উল্লেখ করে মৃত রফিকুল ইসলামের পুত্র আখতার হোসেন, ভাই-বোনদের পক্ষে বাগমারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বাঁশঝাড় থেকে বাঁশ কেটে নেয়ার সময় আখতার হোসেনের পরিবারের সদস্যরা ৯৯৯ নম্বরে কল দিয়ে বিষয়টি পুলিশকে অবহিত করেন । দ্রুত হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে কর্তনকৃত বাঁশ শব্দ করে পুলিশ হেফাজতে নেয়।

ভুক্তভোগীর স্বজন মাষ্টার নওসাদ আলী জানায়, পুলিশ ঘটনাস্থল ত্যাগের সাথে সাথে আখতার হোসেনের পরিবারের সদস্যদের উপর চড়াও ও ধাওয়া করে সন্ত্রাসীরা । প্রাণ ভয়ে ভুক্তভোগীরা পাশের গ্রামে স্বজনদের বাড়ীতে আশ্রয় নেয়। পূন:রায় হামলার আশঙ্কায় বাড়ীতে ফিরতে তারা ভয় পাচ্ছেন। তাঁরা বাড়ীঘরে নির্বিঘ্নে ফিরতে চান। এ বিষয়ে দ্রুত প্রশাসন সহ সংবাদ কর্মীদের সহযোগিতা কামনা করেন তারা । হাটগাঙ্গোপাড়া তদন্ত কেন্দ্রে ইনচার্জ ওসি (তদন্ত) মোয়াজ্জেম হোসেন এর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি ভুক্তভোগীদের থানায় জিড়ি করা পরামর্শ দেন।

শেয়ার করুনঃ