ঢাকা, শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
যৌথবাহিনীর অভিযানে সাতদিনে গ্রেফতার ৩৪১
এসো আমরা ঈদের আনন্দের সাথে নিজেরা নিজেদের অবস্থান তৈরি করি-ব্যারিস্টার মাহবুবুর রহমান সালেহী
কলাপাড়ায় গৃহবধূর রহস্যজনক নিখোঁজের ঘটনায় গ্রেফতার ৭
নওগাঁয় ধানখেতে গলিত লাশ উদ্ধারের ঘটনায় মুলহোতা গ্রেপ্তার
নাইক্ষ্যংছড়ির পাহাড়ি কন্যা পর্যটন লেকে ঈদে ১৬ বছরের রেকর্ড পর্যটকের ঢল
বাঁশখালীতে টানা ৪১ দিন জামাতে নামাজ আদায় করা ১৭ শিশু-কিশোর সাইকেল উপহার
আত্রাইয়ে ঈদের চতুর্থ দিনেও সাহাগোলা রেলওয়ে স্টেশনজুড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়
ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গ্রেফতার
কলমাকান্দায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার পলাতক অলি আহমেদ
নেত্রকোণা সরকারী কলেজের ঈদ পুনর্মিলনী
ভারতীয় মিডিয়া গুজবে চ্যাম্পিয়ন:স্বরাষ্ট্র উপদেষ্টা
জিয়ার শ্রদ্ধা স্মারক সরিয়ে ফেলার অপকর্মে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনুন:জাসাস
কালিগঞ্জে প্রত্যয় গ্রুপের ১৩ তম বর্ষপূর্তি ও ঈদ পুনমিলনী 
পরকীয়া জেরে যুবকের আত্মহত্যা
আমতলীতে তরমুজ পরিবহনে চাঁদাবাজিকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, আহত- ৬

খাগড়াছড়ির চার উপজেলায় কে পেলেন কোন প্রতিক

উপজেলা পরিষদ নির্বাচনী- প্রথম ধাপ
নুরুল আলম:: প্রথম ধাপের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে খাগড়াছড়ির চার উপজেলা মাটিরাঙ্গা, মানিকছড়ি, লক্ষীছড়ি ও রামগড়ের নির্বাচনী প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল ২০২৪) সকাল ১০টা থেকে খাগড়াছড়ি জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে এই প্রতীক বরাদ্দ দেন জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ কামরুল ইসলাম।

মাটিরাঙ্গায় চেয়ারম্যান পদে প্রতীক বরাদ্দ কার্যক্রমে প্রথমে লটারীর মাধ্যমে মুক্তিযোদ্ধা রইস উদ্দিন দোয়াত কলম প্রতীক, আবুল কাসেম কই মাছ, মোহাম্মদ রফিক আনারস এবং তাজুল ইসলাম মোটরসাইকেল নেন। ভাইস চেয়ারম্যান পদে আলী হোসেন চশমা, অনি রঞ্জন বই, মো. জালাল মিয়া তালা, মো. দেলোয়ার হোসেন মাইক প্রতীক পায়। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে, মনোয়ারা বেগম হাস, আমেনা বেগম ফুটবল এবং হাসিনা বেগম কলস প্রতীক পেয়েছেন।

মানিকছড়ি উপজেলায় তিন প্রার্থীর মধ্যে লটারিতে পেয়েছেন জয়নাল আবেদিন আনারস, আব্দুল হামিদ মোটরসাইকেল এবং রফিকুল ইসলাম পেয়েছেন দোয়াত কলম প্রতীক। ভাইস চেয়ারম্যান পদে চার প্রার্থী, জাহেদুল আলম তালা, চলাপ্রু মারমা মাইক,সামায়ুজ ফরাজি টিউবওয়েল এবং মোক্তাদির হোসেন বই প্রতীক বেঁছে নিয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নুরজাহান আফ্রিন হাস এবং রাহেলা আক্তার পেয়েছেন ফুটবল প্রতীক।

লক্ষীছড়ি উপজেলায় রতন বিকাশ চাকমা হেলিকপ্টার, চাথোয়াই অং মারমা আনারস, এবং সুপার জ্যোতি চাকমা কই মাছ প্রতীক বেছে নিয়েছেন। অপর ৬ জনের মধ্যে তিন জন তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন। তারা হলেন বাবুল চৌধুরী, হরি মোহন চাকমা এবং নীলবর্ণ চাকমা। ভাইস চেয়ারম্যান পদে রতন বিকাশ চাকমা টিউবওয়েল এবং রাজেন্দ্র চাকমা চশমা প্রতীক পেয়েছেন। এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে, অয়ক্রুইপ্রু মারমা ফুটবল ও মিনুচিং মারমা পদ্মফুল পেয়েছেন। এবং শেষ দিনে প্রত্যাহার করেছেন সাগরিকা চাকমা।

রামগড় উপজেলায় চেয়ারম্যান পদে তিন প্রার্থীর মধ্যে লটারির মাধ্যমে প্রতীক বরাদ্ধ দেয়া হয়, এতে বিশ্ব প্রদীপ কুমার কারবারী আনারস, মো. আব্দুল কাদের দোয়াত কলম এবং কংজঅং মারমা পেয়েছেন ঘোড়া প্রতীক পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে মো. আনোয়ার ফারুক টিয়া, মো. ওমর ফারুক মাইক, মো. মোবারক হোসেন চশমা, সামছুদ্দিন মিলন তালা এবং নুরুল আমিন পেয়েছেন টিউবওয়েল প্রতীক। মহিলা ভাইস চেয়ারম্যান পদে,নাসিমা আহসান নীলা প্রজাপতি এবং হাসিনা আক্তার কলস পেয়েছেন।

জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, ষষ্ঠ উপজেলা নির্বাচন উপলক্ষে প্রথম ধাপের চার উপজেলার প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে আজ প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। প্রার্থীরা চাইলে আজ থেকে নির্বাচনী বিধি-নিষেধ মেনে প্রচার-প্রচারণা চালাতে পারে। ১৭ এপ্রিল মনোনয়নপত্র বাছাই, ২২ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন, ২৩ এপ্রিল প্রতীক বরাদ্ধ এবং ৮ মে, বুধবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

শেয়ার করুনঃ