
নুরুল আলম:: ঈদের দিনেই খাগড়াছড়িতে গুইমারার বড়পিলাক এলাকায় বেপোরোয়া মোটরসাইকেলের গতির গাতির কারণে মেহেদী হাসান পায়েল নামে এক যুবক নিহত হয়। ১১ এপ্রিল ২০২৪ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। এতে মৃত ব্যক্তির মা গুইমারা থানা বাদী হয়ে ঘাতক মোটরসাইকেল ড্রাইভার মোঃ আজিজুল এর নামে মামলা করেন।
গুইমারা উপজেলার বড়পিলাক এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় পায়েল নামে এক যুবকের মৃত্যু হয়। মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত পায়েলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে চিকিৎসাধীন অবস্থায় ঐদিন বিকালে তার মৃত্যু হয়। তিনি বড়পিলাক এলাকার মৃত জামাল হোসেনের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল আমিন জানান, দুর্ঘটনায় নিহত ব্যক্তি মোটরসাইকেল আরোহী। ছেলের মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। ঘাতক আজিজুল কে আটকের অভিযান অব্যহত রয়েছে শিগ্রই ঘাতক ধরা পরার আশ্বাস প্রদান করেন।
এদিকে নিহত মেহেদী হাসান পায়েল এর ঘাতক মোটরসাইকেল ড্রাইভার মোঃ আজিজুলকে ধরিয়ে দেয়ার দাবি জানিয়েছে তার পরিবারবর্গরা।