ঢাকা, শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাঙ্গাবালীতে দাখিল পরীক্ষায় অনিয়ম, ১৪ শিক্ষার্থী সাসপেন্ড, ৫ শিক্ষককে জরিমানা
বোয়ালখালীতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক ঐতিহ্যবাহী চড়ক পূজা পরিদর্শন
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পৌর বিএনপির যৌথ সভা
উলিপুরে ব্রীজের পানি প্রবাহের পথ বন্ধ করে দিয়ে মাটি ভরাটের অভিযোগ
পলাশবা‌ড়ি‌তে আন্ডার পাসের দাবী‌তে সমা‌বেশ অনু‌ষ্ঠিত
পিরোজপুরে চোরাই ইজিবাইকসহ আন্তঃজেলা চোর চক্রের সদস্য গ্রেফতার
কালীগঞ্জে স্কুলছাত্রীকে হত্যা,আটক ১
চাপাতি ঠেকিয়ে তরুণীর সোনার চেইন ও ব্যাগ ছিনতাই, ভিডিও ভাইরাল
ট্রেনে পুলিশ সদস্যের অশালীন অঙ্গভঙ্গির ভিডিও ভাইরাল, যা বলল পুলিশ
ব্যারিস্টার সারোয়ারের বক্তব্যে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নিন্দা ও প্রতিবাদ
মুজিবনগর দিবসে আনসার বাহিনীর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ
১৮ হাজার টাকার মধ্যে পানিরোধী স্মার্টফোন সি৭৫এক্স আনল রিয়েলমি
পাঁচবিবি প্রেসক্লাবের সম্পাদক সাংবাদিক আবু হাসান আর নেই
কলাপাড়ায় পরীক্ষা কেন্দ্রে নকলে সহায়তার দায়ে দুই শিক্ষককে অব্যাহতি
কাঁঠালিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির নেতা এড. তপু

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলীয় এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে মনোনয়ন প্রত্যাহার করে নির্বাচন থেকে সড়ে দাঁড়ালেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু।
আজ রবিবার (২১ই এপ্রিল) উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মনোনয়ন প্রত্যাহারের কথা নিশ্চিত করেন তিনি। এতে সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিছুল ইসলাম ঠাকুর, সাংগঠনিক সম্পাদক দেওয়ান মুহাম্মদ দুলালসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু বলেন, আসছে আগামী ৮ ই মে সরাইল উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনে আমি চেয়ারম্যান প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিল করেছিলাম। কিন্তু গত ১৬ ই এপ্রিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির মিটিংয়ে এই সরকারের অধীনে উপজেলা পরিষদ নির্বাচনকে বর্জন করেছে। আমি সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দেশনায়ক তারেক রহমান মহোদয়ের আনুগত্যশীল রাজনৈতিক কর্মী হিসেবে বর্তমান রাজনীতি ও গণতান্ত্রিক আন্দোলনে একজন বলিষ্ঠ কর্মী হিসেবে কার্যক্রম পরিচালনা করে আসতেছি। তিনি বলেন, চলমান উপজেলা পরিষদ নির্বাচনে আমার শতভাগ বিজয়ী হওয়ার সম্ভাবনা থাকার পরেও দেশনাদেশ নায়ক তারেক রহমান ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের নির্দেশে আমি দলের স্বার্থে চেয়ারম্যান পদে দাখিল করা মনোনয়ন পত্র প্রত্যাহার করলাম।

এডভোকেট তপু আরও বলেন, আমার শুভাকাঙ্ক্ষী ও দলীয় নেতাকর্মীদের একটাই কথা বলতে চাই দলের বৃহত্তর স্বার্থে আমার এ সিদ্ধান্ত সমীচীন ও দলীয় আনুগত্যের প্রকাশ। আপনাদের অকুন্ট সমর্থন ভালোবাসা ও পরিশ্রম চলমান গণতান্ত্রিক আন্দোলনে মাইল ফলক হিসেবে থাকবে বলে আমি আশা করি। এই সময় উক্ত সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিকস ও টেলিভিশন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলন শেষে নির্বাচন বর্জন ও ভোটারদের কেন্দ্র আসা থেকে বিরত থাকার আহবান জানিয়ে উপজেলা সদরে মিছিল করেন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মিছিল শেষে সরাইল উপজেলা নির্বাচন অফিসার বরাবর মনোনয়ন প্রত্যাহার পত্র জমা দেন এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু।

শেয়ার করুনঃ