
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
গত শুক্রবার ( ১৯ এপ্রিল) সন্ধ্যায় যাত্রাবাড়ী থানার শহীদ জিয়া পার্ক এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো,মো.মিঠু, মো.সুমন ওরফে হাড্ডি সুমন, মো. তকদির হোসেন পিয়াল,মো.সোহাগ ও মো. আলী হোসেন ওরফে ফয়সাল। এ সময় তাদের হেফাজত থেকে ৫টি চাকু উদ্ধার করা হয়।
শনিবার (২০ এপ্রিল ) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ইকবাল হোসাইন।
তিনি জানান,কয়েজন ব্যক্তি যাত্রাবাড়ীর শহীদ জিয়া পার্ক এলাকায় অস্ত্রসহ ছিনতাই করার উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো.ওহিদুল হক মামুনের নেতৃত্বে সেখানে অভিযান চালায় থানার একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় চাকুসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
ডিসি ইকবাল জানান,গ্রেফতারকৃতরা প্রত্যেকেই পেশাদার ছিনতাইকারী। তারা যাত্রাবাড়ী এলাকায় বিভিন্ন পরিবহন চালকদের কাছ থেকে চাঁদা দাবি ও আদায় করতো।
ডিসি ওয়ারী জানান,তাদের প্রত্যেকের নামে ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। তারা বিভিন্ন সময় জেল থেকে ছাড়া পেয়ে পুনরায় ছিনতাই করে। কমিউনিটি পুলিশকে কাজে লাগিয়ে যাত্রাবাড়ী এলাকায় ছিনতাই নির্মূলে থানা পুলিশ সর্বদা সচেষ্ট আছে।
যাত্রাবাড়ী থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃত ৫ জনকে আদালতে প্রেরণ করা হয়েছে।
ডিআই/এসকে