
প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড় সদর উপজেলায় চলছে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ২০২৪। প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর এর সহযোগিতায় সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এই সেবা সপ্তাহ বাস্তবায়ন করছে। যথাযথ ভাবে পালনের লক্ষ্যে নানারকম কর্মসূচি গ্রহণ করেছেন কতৃপক্ষ।
এর আগে গত (১৮- এপ্রিল) ২০২৪ ইং তারিখে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন এবং প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
মাননীয় সংসদ সদস্য-৩০১, মহিলা আসন -১ জনাব রেজিয়া ইসলাম,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষিবিদ ডাঃ মোঃ আব্দুর রহিম জেলা ট্রেনিং আফিসার, পঞ্চগড়। কৃষিবিদ ডাঃ অমল অমল কুমার রায়, উপ-পরিচালক, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র পঞ্চগড়। কৃষিবিদ ডাঃ মরিয়ম রহমান, অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ অফিসার, পঞ্চগড়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মোঃ জাকির হোসেন, উপজেলা নির্বাহী অফিসার, পঞ্চগড় সদর। এ বিষয়ে ডাঃ মোঃ শহিদুল ইসলাম উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পঞ্চগড় সদর বলেন, প্রথম দিনে প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী খামারিদের মাঝে পুরষ্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়েই শেষ হয়।
১৯- এপ্রিল ভ্যাক্সিনেশন কর্মসূচি অনুষ্ঠিত হয় উপজেলার ভান্ডারুগ্রাম এলাকায়। ২০- এপ্রিল ভ্যাক্সিনেশন ও কৃমিনাশক ঔষধ দেওয়া হয় বন্দরপাড়া এলাকায়। এর পর আগামীকাল ২১ তারিখে খোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের গাভীর দুধ খাওয়ানো হবে।
সর্বশেষ আগামী ২২ এপ্রিল উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে সংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়েই এই প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ২০২৪ শেষ হবে।