
দেশের জনপ্রিয় ট্যুরিস্ট স্পট কক্সবাজার,কুয়াকাটা ও জাফলংয়ে পরিবারের সঙ্গে ঘুরতে গিয়ে হারিয়ে যাওয়া ১২ শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিলো ট্যুরিস্ট পুলিশ। গত দুই দিনে তাদের উদ্ধার করা হয়।
বুধবার (১৭ এপ্রিল ) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) নাদিয়া ফারজানা।
তিনি বলেন,দেশের বিভিন্ন ট্যুরিস্ট স্পটে পরিবারের সঙ্গে ঘুরতে গিয়ে পরিবারের সদস্যদের থেকে দলছুট হয়ে হারিয়ে যাওয়া ১২ শিশুকে উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে পরিবারের সদস্যদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া আরও বলেন,ঈদের ছুটিতে পর্যটন কেন্দ্রে ভ্রমণকারীদের সার্বিক সহযোগিতায় ট্যুরিস্ট পুলিশ সব সময় কাজ করে যাচ্ছে। বিশেষ করে উৎসব কেন্দ্রিক ছুটিতে বেশি মানুষের ভিড়ে শিশুরা হারিয়ে গেলে তাদের উদ্ধার করে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
ডিআই/এসকে