ঢাকা, বুধবার, ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ঢাকা উ.সিটির সাবেক কাউন্সিলর মুরাদ গ্রেফতার
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী
মোহাম্মদপুর সাড়াশি অভিযান,নারীসহ গ্রেফতার ১১
এসএসসির কেন্দ্রের ২০০ গজে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা: ডিএমপি
মোহাম্মদপুরে রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২
সেনা অভিযান:হাতবোমা ও দেশিও অস্ত্রসহ কব্জি কাটা গ্রুপের ৬ সদস্য গ্রেফতার
বাসা থেকে ১২ বছরের শিশুকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ,আটক ১
গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ: ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ৭২
রাজধানীতে আ. লীগের তিন নেতাকর্মী গ্রেফতার
বোদায় বাংলাদেশ স্কাউটস দিবস পালিত
৪৭ লক্ষাধিক টাকার বিপুল ইয়াবাসহ গ্রেফতার নারী মাদক কারবারি
১৩৫ কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ: শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি
বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলম গ্রেফতার
পারিবারিক ঝগড়ার দু’বছর পর খুন,২৪ ঘণ্টায় গ্রেফতার আসামি মাসুদ
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা পবিপ্রবির সিট প্ল্যান প্রকাশ

পঞ্চগড় আদালতে আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা বাড়ি ভাংচুর

পঞ্চগড়ে আদালতের নিষেধাজ্ঞা আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টায় বাড়ি ভাংচুর, ফসল নষ্ট সহ লোকজনকে মারধরের ঘটনা ঘটেছে। সোমবার (১৫- এপ্রিল) সকালে সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের ধনদেব পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের চার জন গুরুত্বর আহত হলেও হাসপাতালে চিকিৎসা ধীন অবস্থায় রয়েছে এক জন। ভুক্তভোগী মোঃ আবু তাহের বলেন, পৈত্রিক সুত্রে পাওয়া ১৮৯৫ নং দাগে দখলে থাকা .৫৪ একর জমির উপর আমাদের বাড়ি ঘর, ভুট্টা খেত, মরিচ খেত, বেগুন খেত সহ জমির চারদিকে প্রায় ২০০ মেহগনি গাছ লাগানো ছিল। আমরা তিন ভাইয়ের মধ্যে মোঃ আব্দুল জব্বার এখন ঢাকায়।
আমি অটোরিকশা নিয়ে বাইরে ছিলাম এবং আমার বড়ভাই মোঃ বাদশা মিয়া একটু অসুস্থ সে ঘরে শুয়ে ছিল। আর আমার মা মোছাঃ জহুরা বেগম(৭০) বাড়িতে ছিল। তারা সুযোগ পেয়ে প্রতিপক্ষ মোঃ রাশেদুল ইসলাম (৪৫), মোঃ মাসুদ রানা (২৬), মোছাঃ নাছিমা বেগম (৪০) এবং ভাড়াটে সন্ত্রাসী মোঃ সামসের আলী(৩৫), মোঃ আল আমিন (২৬) সহ আরো কয়েকজন মিলে অতর্কিত হামলা চালায়। আমার মা মোছাঃ জহুরা বেগম(৭০)’ কে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়ে বাড়িঘর ভেঙ্গে নিয়ে যায়। বড় বড় রাম-দা দিয়ে কুপিয়ে ফসল কেটে নষ্ট করে। খবর পেয়ে বড় ভাইয়ের স্ত্রী এগিয়ে এলে তাকে মারপিট করে এবং শ্লীলতাহানি করে মাটিতে ফেলে রাখে।
পরে চিল্লাহাল্লা শুনে বড়ভাই ঘর থেকে বেড়িয়ে এলে তাকেও মারপিট করে। আমি খবর পেয়ে অটোরিকশা নিয়ে দ্রুত বাড়িতে এলে তারা আমাকেও বেধরক মারপিট করে স্থান ত্যাগ করে। স্থানীয়রা এগিয়ে এলে সবার সহযোগিতায় বড় ভাইয়ের স্ত্রী’কে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। মোছাঃ জহুরা বেগম (৭০) বলেন, আমার স্বামী অনেকদিন আগে মইরা গেছে। তারা আমারে ঘর থেকে বের করে দিয়ে ঘর ভেঙ্গে নিয়ে গেছে। তিনি শরীরের ক্ষত স্থান গুলো দেখিয়ে বলেন, আমাকে অনেক মারছে। আমি হাসপাতালে যামু না। স্বামীর ভিটায় মরমু। আমি ওদের বিচার চাই। ভুক্তভোগী মোঃ বাদশা মিয়া জানান, আমার মাকে অনেক মারছে। মায়ের অবস্থা খুবই খারাপ। মা স্বামীর ভিটা ছেড়ে যেতে চায় না।
বাড়ির অন্যরা ঢাকায় শশুর বাড়িতে ঈদ করতে গেছে। আমার মাকে দেখাশোনার লোকজন না থাকায় আমরা দুই ভাই হাসপাতালে ভর্তি হতে পারি নি। বাড়িতেই পল্লী চিকিৎসকের কাছে চিকিৎসা নিচ্ছি। মোঃ রাশেদুল ইসলাম অন্যায় ভাবে অনেকের জমি দখল করে রেখেছে।

ইতিপূর্বে স্থানীয় ভাবে জনপ্রতিনিধিদের উপস্থিতিতে সালিশি বৈঠকের মাধ্যমে আপোসের আলোচনার মাধ্যমে আমাদের পৈত্রিক জমি সব বুঝিয়ে চাইলে সে নানা রকম টালবাহানা করে সময় পার করে। আর আমাদের নামে মিথ্যা মামলা দেয়। সরেজমিনে স্থানীয়রা ঘটনার সত্যতা স্বীকার করেন।
লোকজনকে মারপিট ও কষ্টের ফসল নষ্ট করার নিন্দা জানান তারা। এ বিষয়ে হাফিজাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইসমাইল হোসেন বলেন, ইতিপূর্বে আমরা একাধিক বার আপোস মিমাংসা করেছি। ভুক্তভোগী পরিবারের জমি সে জোরপূর্বক দখল করে রেখেছে। ভুক্তভোগী পরিবারকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য আমরা সর্বাত্মক সহযোগিতা করবো।

শেয়ার করুনঃ