ঢাকা, শুক্রবার, ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
নওগাঁয় পরকীয়ার বলি সন্ধ্যা কে ফিরে পেতে পরিবারের সংবাদ সম্মেলন
বরগুনায় জলবায়ু ন্যায়বিচার দাবিতে তরুণদের ২২ সংগঠনের ধর্মঘট
কালীগঞ্জে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কারে যুবকরা
মেলান্দহে বৈশাখী মেলা শুরুর আগেই গাঁজা বিক্রির হিড়িক
সরাইলে দু’গ্রুপের সংঘর্ষে চির বিদায় নিলেন জসিম উদ্দিন
বিএনপি নেতার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন
রংধনু গ্রুপের হেড অফ মিডিয়া ও নৃত্যপরিচালক সাইফুল আটক
১৮ রোহিঙ্গাসহ ২১ ইয়াবা পাচারকারী আটক
মোহাম্মদপুরে দিনব্যাপী সাড়াশি অভিযান,গ্রেফতার ১৩
বদলে যাচ্ছে পুলিশের লোগো,বাদ পড়ছে নৌকা
মডেল মেঘনা আলমকে অপহরণের অভিযোগ সঠিক নয়,রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করার অপরাধে গ্রেফতার: ডিএমপি
অবশেষে হচ্ছে পুলিশ সপ্তাহ ২০২৫, আয়োজনে কাটছাঁট
সারাদেশে সেনা অভিযানে ৭ দিনে গ্রেফতার ৬০৮
মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সাদ্দাম গ্রেফতার
আমতলীতে পরীক্ষার হলে না গিয়ে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন

রাণীনগরে অগ্নিকান্ডে বাড়ি সহ গবাদি পশু পুড়ে ছাই,৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি

নওগাঁর রাণীনগরে অগ্নিকান্ডে একটি বাড়ি পুড়ে ছাই হয়েছে। এতে বিদেশি তিনটি গরুসহ বাড়ির ৭ লাখ টাকার আসবাবপত্র ক্ষয়ক্ষতি হয়েছে ।রবিবার গভীর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । সংবাদ পেয়ে রাণীনগর ফায়ার সার্ভিস দল এসে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই এসব পুড়ে ছাই হয়ে গেছে।উপজেলার ছয়বাড়ীয়া গ্রামের.উত্তরপাড়ার মৃত কায়সার মন্ডলের ছেলে নজরুল ইসলাম কুদ্দুসের বাড়িতে এই ঘটনা ঘটেছে।ক্ষতিগ্রস্ত নজরুল ইসলামের ছেলে সোহেল মন্ডল জানান, রাত বারোটার পরে তারা খাওয়া-দাওয়া করে শুয়ে পড়েন । রাত একটার দিকে হঠাৎ করে বাড়ির প্রধান দরজাসহ বাড়ির তিন পাশে হঠাৎ করে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে । প্রতিবেশীরা বিষয়টি জানতে পেরে তাদের ডেকে তোলেন । এরপর তাদের আত্মচিৎকারে প্রতিবেশীর এসে আগুন নিয়ন্ত্রণে নেয়ার আগেই তিনটি বিদেশি গরু, ১০-১৫ টি হাঁস মুরগি মরে গেছে। এছাড়াও ফ্রিজসহ অন্যান্য জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে করে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।তিনি আরো দাবি করেন, প্রধান দরজা বাহির থেকে গেট লাগিয়ে দেওয়া ছিল । এ থেকে ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত অগ্নিকাণ্ড ঘটিয়েছে দুর্বৃত্তরা।সোহেল মন্ডল আরো জানান, গরুর দুটি সেটে ১০টি গরু ছিল । প্রতিবেশীদের সহযোগিতা না করলে তার দশটি গরুই পুড়ে ছাই হয়ে যেত এবং তারাও পরিবারের সবাই আগুনে পুড়ে মারা যেতেন। ঘটনায় রাণীনগর থানায় একটি সাধারণ ডাইরি দায়েরের প্রক্রিয়া চলছে। রাণীনগর ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার ভারপ্রাপ্ত দেলোয়ার হোসেন জানান, সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় প্রায় আধা ঘন্টা চেষ্টায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনা হয় । রাতেই তাৎক্ষণিক ঐ ভাবে ক্ষতি পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। তবে একটা প্রাথমিক ক্ষতি পরিমাণ করা হয় পাঁচ লাখ টাকা ।
রানীনগর থানার অফিসার ইনচার্জ আবু ওবায়েদ জানান,অগ্নিকান্ডে ঘটনাটি শুনেছি । তবে এখন পর্যন্ত থানায় কেউ কোন অভিযোগ করেননি । অভিযোগ করলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুনঃ