ঢাকা, সোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
আমতলীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা
মিরসরাইয়ে স্বপ্নের খৈয়াছড়া’র কার্যকরী পরিষদ গঠন, সভাপতি জাহেদ সম্পাদক নুর আহমেদ
কুষ্টিয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ছবির শেখকে গণপিটুনি
দেহ ব্যবসায়ীদের আস্তানা গুড়িয়ে ও পুড়িয়ে দিলেন এলাকাবাসী
আত্রাইয়ের আকাশ থেকে পড়ল বিরল আকৃতি’র শীলা
ফেনী নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অর্ধদিনব্যাপী সাড়াশি অভিযান
নওগাঁ-ঢাকা বাস কাউন্টারে প্রশাসনের ভ্রাম্যমাণ টিমের অভিযান
নবীনগরের সাংবাদিক গোলাম মোস্তফার ইন্তেকাল
ব্রাহ্মণবাড়িয়ায় ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ১১ সদস্যের কমিটি গঠন
বোয়ালমারীতে গৃহবধূর আত্মহত্যা,নিহতের পরিবারের দাবি খুন
বিস্ফোরক আইনের মামলায় মাদ্রাসার অধ্যক্ষ গ্রেফতার
রাজবাড়ীর সাবেক এমপি কেরামত কাজী গ্রেফতার
পল্লবী থানার বিশেষ অভিযানে ৩০ মামলার আসামিসহ ১২জন গ্রেফতার
গাজায় গণহত্যার প্রতিবাদে পিআরপি’র সকাল-সন্ধ্যা হরতালের ডাক
ঘোড়াঘাটে আদিবাসী উন্নয়ন সংস্থার র্নিবাচনে সভাপতি লুইস :সম্পাদক মাইকেল

টিভি পর্দায় ঈদের দিনের নাটক

ডেস্ক রিপোর্ট: বছরের সবচেয়ে বড় উৎসব, পবিত্র ঈদুল ফিতর। দেশজুড়ে আনন্দ-উল্লাসে উদযাপিত হয় এটি। এই আনন্দের পাল্লা ভারি করতে প্রতি বছরই নতুন নতুন নাটক, টেলিফিল্ম, ধারবাহিক ও অনুষ্ঠানের পসরা সাজায় টেলিভিশন চ্যানেলগুলো।

ব্যতিক্রম ঘটছে না এবারও। ঈদ আয়োজনের অংশ হিসেবে ঈদের দিন দর্শকের জন্য টিভি পর্দায় থাকছে যেসব নাটক।

বিটিভি

আকরাম খান পরিচালিত নাটক ‘গোলাপের সুবাস’; প্রচার হবে রাত সাড়ে ৮টায়। অভিনয়ে: দিলারা জামান, তনয় বিশ্বাস, লাবণ্য চৌধুরী প্রমুখ।

চ্যানেল আই

দুপুর আড়াইটায় থাকছে টেলিফিল্ম ‘জীবনের কাছে’। আরিফ খানের পরিচালনায় এতে অভিনয় করেছেন আফজাল হোসেন, সাদিয়া ইসলাম মৌ। বিকাল সাড়ে ৪টায় টেলিফিল্ম ‘শেষমেশ’। কাজল আরেফিন অমির নির্মাণে এতে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, পারসা ইভানা, মনিরা মিঠু প্রমুখ।

এটিএন বাংলা

রাত পৌনে ৮টায় থাকছে ‘আলোকিত অন্ধকার’ নামের একটি নাটক। যেটা পরিচালনা করেছেন হানিফ সংকেত। অভিনয়ে মীর সাব্বির, তারিন জাহান, ডলি জহুর প্রমুখ। রাত সাড়ে ১১টায় টেলিফিল্ম ‘হাউজমেইড’। প্রীতি দত্তের পরিচালনায় এতে অভিনয় করেছেন নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি।

আরটিভি

সন্ধ্যা সাড়ে ৭টায় প্রচার হবে নাটক ‘গরম একটা খবর আছে’। সোহেল হাসানের পরিচালনায় এতে আছেন মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি। রাত সাড়ে ৮টায় প্রচার হবে এস আর মজুমদার পরিচালিত নাটক ‘ভালোবাসার কয়েকটা দিন’। এতে আছেন জিয়াউল ফারুক অপূর্ব ও সাফা কবির।

এনটিভি

রাত ৯টা ৩০ মিনিটে থাকছে নাটক ‘ইমারজেন্সি বিয়ে’। তাইফুর জাহান আশিকের পরিচালনায় এতে কাজ করেছেন মোশাররফ করিম, মিম চৌধুরী, শামীম জামান প্রমুখ। রাত ১১টা ৫ মিনিটে দেখা যাবে মুসাফির রনি পরিচালিত নাটক ‘অস্বীকার’। এতে আছেন নিলয় ও হিমি।

মাছরাঙা টেলিভিশন

মহিন খান নির্মিত ‘মিস্টার বুদ্ধিমান’ দেখা যাবে বিকাল ৫টা ৫০ মিনিটে। এতে আছেন নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। রাত ৮টায় প্রচার হবে নাটক ‘এভাবেও ভালোবাসা হয়’। শাহ মোহাম্মদ রাকিবের নির্মাণে এতে অভিনয় করেছেন মুশফিক ফারহান ও সাদিয়া আয়মান।

বাংলাভিশন

সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে প্রচার হবে নাটক ‘দত্তক’। পথিক সাধন পরিচালিত এই নাটকে আছেন ইয়াশ রোহান ও তটিনী। রাত ৯টা ২৫ মিনিটে দেখানো হবে মাহমুদুর রহমান হিমি পরিচালিত ‘হাজব্যান্ড অব দ্য ইয়ার’। এতে অভিনয় করেছেন মুশফিক  ফারহান ও তানজিন তিশা।

দীপ্ত টিভি

তারেক রেজা সরকার পরিচালিত নাটক ‘দূরে কোথায়’ থাকছে সন্ধ্যা ৭টায়। এর মুখ্য ভূমিকায় খায়রুল বাসার ও সাফা কবির। রাত ৮টায় সোহেল হাসানের ‘নেশার লাটিম’; অভিনয়ে মোশাররফ করিম ও সামিরা খান মাহি।

শেয়ার করুনঃ