
ডেস্ক রিপোর্ট: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় পুলিশ হেফাজতে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আকরাম হোসেনের (৪০) মৃত্যু হয়েছে। তবে পুলিশ বলছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।
সোমবার (৮ এপ্রিল) দুপুরে গ্রেপ্তার অবস্থায় হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকরামের মৃত্যু হয়। আকরাম হোসেন জেলার হরিপুর উপজেলার দেহট্ট হাট পুকুর গ্রামের আব্দুল তোয়াবের ছেলে।
রোববার (৭ এপ্রিল) রাত ৯টার দিকে মাদক মামলার প্রধান আসামি আকরামসহ পাঁচজনকে গ্রেপ্তার করে হরিপুর থানা পুলিশ।
সোমবার দুপুরে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদক মামলার ১নং আসামী আকরামকে আদালতে পাঠানোর সময় তিনি অসুস্থ বোধ করেন। তাৎক্ষণিকভাবে তাকে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়; সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কর্তব্যরত চিকিৎসকের বরাতে বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, হৃদরোগে আক্রান্ত হয়ে আকরাম হোসেন মারা গেছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
হরিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুর ১টা ৪৫ মিনিটে আকরাম হোসেনকে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে পুলিশ। এসময় আমরা তাকে মৃত ঘোষণা করি। ময়নাতদন্ত ছাড়া তার মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে না।
আকরামের স্ত্রী ফাতেমা আক্তার বলেন, গতকাল রাত ৯টার দিকে হরিপুর থানা পুলিশ আমার স্বামীকে আটক করে থানায় নিয়ে যায়। পরে থানায় গিয়ে আমার স্বামীর সঙ্গে পরিবারের লোকজনও দেখা করে। এসময় আমার স্বামীকে কিছু ওষুধ দেওয়া হয়। কারণ তিনি একজন ডায়াবেটিস ও হার্টের রোগী। কী কারণে আমার স্বামীর মৃত্যু হয়েছে আমরা জানিনা।
মাদক মামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এর আগে কোনো মাদক মামলার আসামি ছিলেন না এবং তিনি মাদক সেবনও করতেন না।