ঢাকা, সোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় ১৫ জন পুলিশ সদস্য আহত গ্রেফতার ১
গাজায় ইসরাইলের যুদ্ধ আগ্রাসনের প্রতিবাদে পবিপ্রবিতে সমাবেশ ও মানববন্ধন
তাড়াশে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ মিছিল
ইজরায়েলের গণহত্যার প্রতিবাদে ফুলবাড়ীতে তৌহিদি জনতার বিক্ষোভ মিছিল
ফিলিস্তিনে ইসরাইলীদের নৃশংস হামলার প্রতিবাদে বোদায় মানববন্ধন
ঐতিহ্যবাহী জুলফিকার আলী ভূট্টো বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
লক্ষ্মীপুরে গাজায় গণহত্যার প্রতিবাদে হরতাল-বিক্ষোভ মিছিল
গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ঝালকাঠিতে তৌহিদি জনতার বিক্ষোভ
চুয়াডাঙ্গায় সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক সচেতনতামূলক সভা
মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মধ্যরাতে ডাক্তার-নার্সদের ঘুমে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত রোগীরা
বিরামপুরে গাজায় বর্বর হালমার প্রতিবাদে সমাবেশ
বাম হাত অবশ হওয়ার শঙ্কায় দিন কাটছে জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হওয়া’ সোহানের’
আত্রাইয়ে তৌহিদী জনতার উদ্যোগে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
ফিলিস্তিনে হত্যাযজ্ঞের প্রতিবাদে ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
বাঙ্গালহালিয়া কুতুরিয়া পাড়া শিব মন্দিরে বাসন্তী পূজা সম্পন্ন

শিবচরে হার পাওয়ার প্রকল্পের ল্যাপটপ বিতরণ

জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন,খালেদা জিয়ার ঘরে বসে তার ছেলে শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করেছে, ২১ আগষ্টের ষরযন্ত্র করেছে সেদিন বাংলাদেশে কিন্তু কোন বিচার হয় নাই। উপরে আল্লাহ আছে, তাই সকলের বিচারই কিন্তু হয়ে গেছে। আজকে কি করুন অবস্থা খালেদা জিয়ার। শেখ হাসিনার দয়ায় তিনি চিকিৎসা নিচ্ছেন। পাশে ছেলে, ছেলের বউ বা পরিবারের কেউ নেই। অহংকার, টাকার গরম বেশিদিন থাকে না। ক্ষমতার গরমও বেশিদিন থাকে না। আমরা যদি মানুষের জন্য কাজ করতে পারি সেটাই মানুষ মনে রাখবে। এটাই আমাদের আদর্শ, এটাই আমাদের পরিকল্পনা।

শনিবার (৬এপ্রিল) শিবচর উপজেলার ইলিয়াস আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে আত্মকর্মস্থান সৃষ্ঠির লক্ষ্যে “নারীদের মাঝে ল্যাপটপ বিতরণ”- অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চিফ হুইপ এসব কথা বলেন।

এ সময় চিফ হুইপ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন অনেক আগেই দেখেছিলেন কিন্তু ২০০৮ এর পরে এটা দৃশ্যমান হয়েছে। আওয়ামীলীগ সরকার ১৯৯৬ তে যখন ক্ষমতায় এসেছিলো তখন ডিজিটাল এক্সচেঞ্জ বসানো হয়েছিল ১৯ টি জেলায় তার মধ্যে মাদারীপুরও ছিলো এবং ১০০ টি উপজেলার ভিতরে প্রথম উপজেলা হিসেবে ডিজিটাল এক্সচেঞ্জ স্থাপন করা হয় শিবচরে। সে সময় থেকেই শিবচরকে একটি স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য কাজ করা হচ্ছে। এখন ঘরে ঘরে ইন্টারনেট, হাতে হাতে দামী মোবাইল ফোন যা শুধু সম্ভব হয়েছে একমাত্র শেখ হাসিনা সরকারের জন্য।

চিফ হুইপ বলেন, জিয়াউর রহমান পিকনিকের কথা বলে ছেলে মেয়েদেরকে নিয়ে হাতে অস্ত্র দিয়েছে আর শেখ হাসিনা দিচ্ছে কম্পিউটার। এটা যে কতবড় পরিবর্তন তা কেউ আনতে পারেনি। তাই এই ল্যাপটপ নিয়ে বাসায় গিয়ে ফেসবুক, ইউটিউব দেখলে চলবে না। আপনারা যে যেই ক্যাটাগরিতে প্রশিক্ষণ নিয়েছেন তাকে সেই বিষয়ে অভিজ্ঞ হতে হবে এবং আপনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী,শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ: লতিফ মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার, উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান আতাহার, উপজেলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

পরে চীফ হুইপ চৌধুরী ফাতেমা বেগম অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগদান করেন।

শেয়ার করুনঃ