ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বিরামপুরে আগ্নিকান্ডে সনাতন পরিবারের সর্বস্ব পুড়ে ছাই
কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সাথে ডা. শহিদুল আলমের মতবিনিময়
পঞ্চগড় সড়কে বিআরটিএ ও যৌথবাহিনীর অভিযান
ছাত্র আন্দোলনে হত্যা মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেফতার
‘ভাই’ সম্বোধন করায় সাংবাদিককে সাবেক সেনা কর্মকর্তার হুমকি
পিবিআইয়ের তিন পুলিশ সুপারকে রদবদল
পটুয়াখালীতে সড়ক দূর্ঘটনায় আনসার কমান্ডার নিহত
পাঁচবিবিতে আওলাই ইউনিয়ন জামায়াতের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত
আত্রাইয়ের কচুয়া মধ্যপাড়া ইসলামীক সম্মেলন
মিরসরাইয়ে পাঁচ বছরেও উদঘাটন হয়নি গৃহবধূ মুন্নী হ*ত্যার রহস্য , ক্ষুদ্ধ ভুক্তভোগী পরিবার
প্রয়োজনীয় সংস্কার করে যথা সম্ভব দ্রুত নির্বাচন দিতে হবে :অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
কালিগঞ্জের বিষ্ণুপুরে কৃষকদলের উদ্যোগে ঈদ পুনর্মিলন ও সাংস্কৃতি সন্ধ্যা 
নওগাঁয় মাটিবাহি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু
ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের ঈদ পূর্ণমিলনী
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ

বাবার পরিচয়ে ছেলে কাজী, নেই কোন সনদ, বিয়ে থেকে কাবিননামা সকল কার্যক্রমই করেন তিনি

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২নং উত্তর চরবংশি ইউনিয়নে মাওলানা ছালেহ আহমদ ( আবু তাহের), নামে যে কাজী রয়েছে তিনি দীর্ঘদিন ধরে কোন বিবাহ পড়ান না এমনকি তিনি কোন কাবিন ও লেখেননা বাবার পরিচয়ে ছেলে কাজীর যাবতীয় কার্যক্রম করেন বলে এমন অভিযোগ রয়েছে। ভুয়া কাজীর পরিচয়দানকারী ছেলের নাম আব্দুর রহিম। তার কোন কাজীর সনদ নেই বলে জানা যায়।

তারাই সূত্র ধরে সঠিক প্রমাণের খোঁজে গত ৫ এপ্রিল ( শুক্রবার) বাদ আসর আবু তাহের এর কাজী অফিসে গিয়ে দেখা যায় একটি কাবিননামাতে কাজী আবু তাহেরের পরিবর্তে তার ছেলে আব্দুর রহীম নিজেকে কাজী পরিচয় দিয়ে তথ্য সংগ্রহকারী সাংবাদিকের সামনেই আব্দুর রহীম নিজেই বর-কনের ও কাজীর স্বাক্ষর জাল দিয়ে কাবিন নামা লিখে দিয়ে কাবিন নামা নিতে আসা ব্যক্তির কাছে ৫ শত টাকা দাবী করেন। তখন তথ্য সংগ্রহকারী সংবাদকর্মী বাবার পরিবর্তে ছেলে কাবিনে স্বাক্ষর করতে পারেন কিনা? এবং কাবিনের পুরো টাকা বিবাহের সময় পরিশোধ করার পরও কোন টাকা নেওয়ার বা সরকারিভাবে ফি আছে কিনা জানতে চাওয়ায় বাবার পরিচয়ে ভুয়া কাজী আব্দুর রহীম তখন সাংবাদিকের উপর ক্ষিপ্ত হয়ে উঠে বলেন, যুগযুগ ধরে এভাবেই চলে আসছে।

তথ্য সূত্র থেকে আরও জানা যায়, কাজী হতে হলে তাকে স্ব ইউনিয়নের ভোটার এবং একই ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হয় কিন্তু কাজী মাওলানা ছালেহ আহমদ ওরপে ( আবু তাহের), ২নং ইউনিয়নের স্থায়ী কোন বাসিন্দা নয়। তিনি তার মেয়ের জামাইয়ের বাড়ির ঠিকানা ব্যবহার করে কাজী হয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে কোন বিবাহ পড়াননি। সেই সুযোগে বিবাহ পরানো থেকে শুরু করে কাবিন নামা লিখা পর্যন্ত যাবতীয় কার্যক্রম তার ছেলে আব্দুর রহীমই করেন বলে অভিযোগ পাও গেছে।

বিষয়টি জেলা রেজিস্ট্রার কাজী অফিসে জানানো হলে, জেলা রেজিস্ট্রার কাজী অফিসের কর্তব্যরত কর্মকর্তা লোকমান হোসেন বলেন, প্রমাণ সাপেক্ষে লিখিত অভিযোগ পেলেই তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুনঃ