
ময়মনসিংহের নান্দাইলে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে পৌরসভার পাচঁপাড়া এলাকায় অভিযান চালিয়ে কাঞ্চন সরকার (৩৭) ও রাসেল (২৬) নামে দুই মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে ইয়াবা সহ গ্রেফতার করে থানা পুলিশ। এসময় তাদের নিকট থেকে ৩০ পিস ইয়াবা ও একটি সুইচগিয়্যার চাকু উদ্ধারপূর্বক জব্দ করা হয়। শনিবার (৬ এপ্রিল) নান্দাইল মডেল থানা পুলিশ গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক মামলা রুজু সহ তাদেরকে ময়মনসিংহ জেল হাজতে প্রেরন করে। তবে গ্রেফতারের সময় আসামী কাঞ্চন সরকার এসআই কামাল’কে সুইচগিয়ার চাকু দিয়ে আঘাত করলে অল্পের জন্য প্রাণে বেচেঁ যায় বলে এসআই কামালের কোন ধরনের ক্ষতি সাধিত হয়নি।জানাগেছে, কাঞ্চন সরকার নান্দাইল পৌরসভার নান্দাইল পাচঁপাড়া এলাকার আ: মজিদের পুত্র এবং একই গ্রামের মো. জালাল উদ্দিনের পুত্র রাসেল। গ্রফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় একাধিক মাদকের মামলা রুজু আছে। এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মজিদ বলেন, ময়মনসিংহ জেলার মাননীয় পুলিশ সুপার মাছুম আহম্মদ ভূঞা ও অতিরিক্ত পুলিশ সুপার গৌরীপুর সার্কেল সুমন মিয়ার নির্দেশনা মোতাবেক জুয়া মাদক নির্মূলে অভিযান চলমান রয়েছে। মাদক সেবনকারী ও মাদক ব্যবসায়ী কাউকেই কোন ধরনের ছাড় দেওয়া হবে না। অপরাধী যেই হোক না কেন তাকে আইনের
আওতায় আসতেই হবে। এছাড়া ঈদ-উল-ফিতরকে সামনে রেখে যে কোন ধরনের আইনশৃক্সখলার অবনতি ও সহিংসতা না ঘটে সেজন্য পুলিশ কঠোর পদক্ষেপে রয়েছে।