ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র সম্মেলনের উদ্বোধন
বিরামপুরে আগ্নিকান্ডে সনাতন পরিবারের সর্বস্ব পুড়ে ছাই
কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সাথে ডা. শহিদুল আলমের মতবিনিময়
পঞ্চগড় সড়কে বিআরটিএ ও যৌথবাহিনীর অভিযান
ছাত্র আন্দোলনে হত্যা মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেফতার
‘ভাই’ সম্বোধন করায় সাংবাদিককে সাবেক সেনা কর্মকর্তার হুমকি
পিবিআইয়ের তিন পুলিশ সুপারকে রদবদল
পটুয়াখালীতে সড়ক দূর্ঘটনায় আনসার কমান্ডার নিহত
পাঁচবিবিতে আওলাই ইউনিয়ন জামায়াতের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত
আত্রাইয়ের কচুয়া মধ্যপাড়া ইসলামীক সম্মেলন
মিরসরাইয়ে পাঁচ বছরেও উদঘাটন হয়নি গৃহবধূ মুন্নী হ*ত্যার রহস্য , ক্ষুদ্ধ ভুক্তভোগী পরিবার
প্রয়োজনীয় সংস্কার করে যথা সম্ভব দ্রুত নির্বাচন দিতে হবে :অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
কালিগঞ্জের বিষ্ণুপুরে কৃষকদলের উদ্যোগে ঈদ পুনর্মিলন ও সাংস্কৃতি সন্ধ্যা 
নওগাঁয় মাটিবাহি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু
ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের ঈদ পূর্ণমিলনী

আমতলীতে জমে উঠেছে ঈদের বাজার

আমতলী(বরগুনা)থেকে আবু সাইদ খোকন: বরগুনার আমতলীতে জমে উঠেছে ঈদ বাজার নারী-পুরুষ ও শিশুদের পদচারনায় সরগরম দোকানপাট বিপনী বিতান গুলো ।আমতলীতে ঈদুল ফিতরকে কেন্দ্র করে দাম চড়া হলেও জমে উঠেছে ঈদবাজার। জানাগেছে,এ বছর ১৫ রোজা থেকে আমতলীর ঈদ বাজার জমে উঠেছে। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলে বেচাকেনা। দোকানিরা বলছেন, রমজানের শেষদিকে আরও জমজমাট হবে বেচা-কেনা। মেয়েদের পোশাক বিশেষ করে থ্রিপিস, বিভিন্ন ডিজাইনের বোরকা, ছেলেদের শার্ট, প্যান্ট, পায়জামা-পাঞ্জাবি, গেঞ্জি বেশি বিক্রি হচ্ছে। এ পোশাক বিক্রির পাশাপাশি জুতার দোকানগুলোতেও ক্রেতাদের ভিড় প্রচন্ড।বাজার ঘুরে দেখাগেছে, ইন্ডিয়ান লং ফ্রোগ চার হাজার থেকে ছয় হাজার পাচ’শ, অরগাঞ্চা ডিজিটাল প্রিন্ট শাড়ী ৫ হাজার পাচ’শ থেকে ১২ হাজার পাচ’শ টাকায় বিক্রি হচ্ছে। ধুপিয়ান শাড়ী ৬ হাজার ৫’শ থেকে ৭ হাজার, কাঞ্চিভরাম কাতান ২ হাজার ৫’শ থেকে ৬ হাজার ৫’শ ও প্রিন্ট কাতান শাড়ী ৫ হাজার ৫’শ থেকে ১০ হাজার ৫’শ এবং ভিপুল থ্রিপিস ১ হাজার ৫’শ থেকে ৫ হাজার ৫’শ, পাকিস্তানী তাওয়াক্কাল ৫ হাজার ৫’শ থেকে ১১ হাজার ৫’শ, আয়রা ২ হাজার ৫’শ থেকে ৮ হাজার ৫’শ, মাসাল ২ হাজার ২’শ থেকে ৪ হাজার ৫’শ, দিলি- বুটি· ৫ হাজার থেকে ১৪ হাজার, তাওয়াক্কাল ৫ হাজার ৫’শ থেকে ১১ হাজার ও লরস ৫ হাজার ৫’শ থেকে ৭ হাজার ৫’শ টাকায় বিক্রি হচ্ছে।
পৌর শহরের সুলতানা শিল্পী বলেন, এ বছর পোশাকের ধরন বদলে গেছে এবং দামও একটু বেশী। ইন্ডিয়ান লং ফ্রোগ ৫ হাজার টাকায় ক্রয় করেছি। তিনি আরো বলেন, দাম একটু বেশী হলেও ভালো মানের পোশাক পাওয়া যাচ্ছে।সিরাজ উদ্দিন বস্রালয়ের মালিক মো. রিয়াজ উদ্দিন মৃধা বলেন , ঈদকে সামনে রেখে বিক্রি অনেক ভালো। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলে বেচাকেনা। আমাদেও হিমশিম খেতে হচ্ছে।
আমতলী পৌর শহরের আকন বস্ত্রালয়, মদনমোহন বস্ত্রালয়, সিরাজ উদ্দিন মৃধা বস্ত্রালয়,ইসলামিয়া বস্ত্রালয়, আকন টাওয়ার, সাকিব প্লাজা, আব্দুল্লাহ মার্কেট ও সুমাইয়া কমপ্লে· ঘুরে দেখা গেছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। নারী ও পুরুষ শিশুরা মিলে পছন্দের পোশাক ক্রয় করছে।

শেয়ার করুনঃ