
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ফখরুল ইসলামের পায়ের রগ কেটে ও কুপিয়ে হত্যার চেষ্টাকারী মাছুম বাহিনীর প্রধান মাছুম’সহ তার বাহিনীর সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারপূর্বক বিচার দাবি করেছেন ইউনিয়নবাসী।
সোমবার (৩০ অক্টোবর) বিকালে উপজেলার গোপালপুর ইউনিয়নের রইছ মার্কেটে গোপালপুর ইউনিয়নবাসীর ব্যানারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে ভুক্তভোগীর পরিবারসহ কয়েক শত মানুষ অংশগ্রহন করে।
এসময় স্থানীয় আমির হোসেন, মো জহির, নুরুল হকসহ এলাকাবাসী বলেন, মাছুম বাহিনীর প্রধান মাছুম একজন কুখ্যাত সন্ত্রাসী। সেই সন্ত্রাসী ইউসূফসহ বিভিন্ন এলাকার চিহিৃত সন্ত্রাসীদের নিয়ে বাহিনী গঠন করে এই অঞ্চলে অপহরণ, চাঁদাবাজি, হত্যা, ধর্ষণসহ নানা অপকর্ম চালিয়ে আসছে। মাছুমের মাছুমসহ তার বাহিনীর সদস্যদের বিরুদ্ধে বেগমগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা হাসিবুল বাশার হাসিব হত্যা মামলা, অপহরণ, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। স্থানীয় আমির হোসেনের বাড়িতে মাছুম বাহিনীর অগ্নিসংযোগ মামলার স্বাক্ষী হওয়ার জেরে গত ২৮ অক্টোবর স্বেচ্ছাসেবক লীগ নেতা ফখরুল ইসলামকে রইছ মার্কেটে কুপিয়ে পায়ের রগ কেটে হত্যার চেষ্টা করে মাছুম ও তার বাহিনীর সন্ত্রাসীরা। এসময় স্থানীয় লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা ফাঁকা গুলি করে পালিয়ে যায়। মাছুমসহ তার বাহিনীর সদস্যদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বিক্ষোভকারীরা।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম ওই ঘটনায় এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অবশ্যই মামলা হবে এবং আসামিদের আইনের আওতায় আনা হবে।