ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
লাখো পর্যটকের সমাগম কুয়াকাটা সমুদ্র সৈকতে। শতভাগ হোটেল মোটেল বুকিং
আমতলীতে কুপিয়ে স্ত্রীর হাত কর্তন করলেন নেশাগ্রস্থ স্বামী
হোমনায় যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার
ঈদ পরবর্তী বিআরটিএর বিশেষ অভিযান: ৬ লাখ ৮৭ হাজার জরিমানা,২৮৯ মামলা
রায়পুরে আ’লীগ বিএনপির যৌথ হামলায় নারীসহ আহত ৫
পাঁচবিবিতে শিক্ষার্থী সমিতির স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

বদলগাছীতে ভিজিএফের চালের দলীয় ভাগ না দেওয়ায় মথুরাপুর ইউপি চেয়ারম্যান লাঞ্ছিত

নওগাঁর বদলগাছীতে ভিজিএফের চালের দলীয় ভাগ না দেওয়ায় মথুরাপুর ইউপি চেয়ারম্যান লাঞ্ছিত সিসিটিভি ক্যামেরা ভাঙচুর সহ অফিস লুট।
নওগাঁর বদলগাছী উপজেলা মথুরাপুর ইউনিয়নে ভিজিএফের চালের দলীয় ভাগ না দেওয়ায় চেয়ারম্যান মাসুদ রানাকে ১ নং আসামী ইউপি সদস্য আনিসুর রহমানের নেতৃত্বে ১৫ জনের দলীয় নেতা কর্মি গত ২ এপ্রিল দুপুরে অনাধিকার চর্চা করে ইউনিয়ন অফিস কক্ষে অসৎ উদ্দেশ্যে প্রবেশ করে চেয়ারম্যান মাসুদ কে লাঞ্ছিত সহ সিসিটিভি ক্যামেরা ভাঙচুর, অফিসের গুরুত্বপূর্ণ ফাইল ছিরে ফেলা সহ হাতে থাকা কাঠের বাটাম মারপিট করে।
এবং ড্রয়ারে রাখা ইউপি সদস্যদের ভাতা প্রদানের জন্য ১ লাখ ৮৫ হাজার টাকা, এ্যাডমি স্মার্টফোন যাহার মুল্য ২৮ হাজার টাকা, অফিসের সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে মূল্য আনুমানিক ৪৫ হাজার টাকা, ৯ থেকে ১৫ নং আসামী অফিস সহকারীর কক্ষে টেবিলের তালা ভাঙ্গিয়া বসত বাড়ির ইউরেট বাবদ আদায় ২ লাখ ৫০ হাজার টাকা অসৎ উপায়ে নেওয়া সহ মারপিট করে ড্রয়ার ভেঙে লুটপাট চালিয়ে নিয়ে যান বলে চেয়ারম্যানের অভিযোগ সুএে জানা গেছে।

এ সময় ইউপি কার্যালয়ের সিসিটিভি ক্যামেরা ও আসবাব পএ ভাঙচুর সহ ৫ লক্ষাধিক টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয়েছে বলে চেয়ারম্যান বদলগাছী থানায় ইজাহার করেন ।সরেজমিনে অফিসের সিসিটিভি ক্যামেরা, সহ বিভিন্ন কিছু ভাঙচুরের দৃশ্য দেখা যায়।

ইউপি চেয়ারম্যান মাসুদ রানা ও ইউপি সদস্য আনিছুর রহমান দুজনই বদলগাছী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি রয়েছেন ।

উক্ত বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমানের কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন, মথুরাপুর ইউপির ঘটনায় দুই পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগ বিষয়ে ইউপি চেয়ারম্যান মাসুদ রানা কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ‘গত ২ এপ্রিল দুপুরে উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এস এম তৌফিক মান্নান, ১ নং আসামী ইউপি সদস্য আনিছুর রহমান সহ ১৫ নং আসামী তার ইউপি কার্যালয়ে আসেন। তাঁরা সংসদ সদস্যের ভিজিএফের ভাগ ৪০ শতাংশ চাল তাঁরা নেওয়ার দাবি করেন। আমি তাঁদের সংসদ সদস্যের ৪০ শতাংশ বরাদ্দের সুবিধাভোগীর তালিকা দিতে অনুরোধ করেছি। তাঁরা বলে তালিকা নয়, সরাসরি চাল দিতে হবে বলে জানান। আমি বলেছি এভাবে সরাসরি চাল নিয়ে গেলে বিশৃঙ্খলা হবে ভাই ।
চাল দিতে রাজি না হওয়ায় তাঁরা আমাকে ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর আরিফুল ইসলামকে মারধর করতে থাকে। এসময় আমি তাদেরকে বাঁধা দিলে তারা আমাকেও লাঞ্ছিত সহ ইউপি কার্যালয়ের সিসিটিভি ক্যামেরা ও আসবাব ভাঙচুর করেছেন। ঘটনাটি নওগাঁর জেলা প্রসাশক ও বদলগাছীর ভারপ্রাপ্ত ইউএনওকে আমি জানিয়েছি। তাঁরা আমাকে আইনগত পদক্ষেপ নিতে বলেছেন।

এ ঘটনায় অভিযুক্ত ইউপি সদস্য আনিছুরের মুঠোফোন বারংবার ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি। উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এস এম তৌফিক মান্নান বলেন, ইউপি চেয়ারম্যানের সঙ্গে ইউপি সদস্য আনিছুরের দ্বন্দ্ব চলছে। এ কারণে আনিছুরকে ঈদের ভিজিএফ বরাদ্দ দেননি। এ বিষয়ে জানতে গেলে ইউপি চেয়ারম্যান মাসুদ রানা তাঁকে মারধর করেন। আনিছুর গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

বদলগাছীর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ময়নুল ইসলাম বলেন, ভিজিএফের বরাদ্দ অনুযায়ী সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ থেকে সুবিধাভোগীর তালিকা করা হয়। সুবিধাভোগীদের জন্য ইউপি কার্যালয় থেকে চাল বিতরণ করা নিয়ম ।তিনি বলেন কোনো কোটা নেই। তবে ইউপি চেয়ারম্যানরা সমন্বয় করে এ চাল বিতরণ করে থাকেন।

শেয়ার করুনঃ